Royal Challengers Bengaluru

আইপিএল বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে কী অবস্থা হয়েছিল বেঙ্গালুরুর? জানালেন দলের ক্রিকেট ডিরেক্টর

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ধর্মশালায় ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার দিন কেমন ছিল বেঙ্গালুরুর অবস্থা? আইপিএল আবার শুরু হওয়ার ঠিক আগের দিন অভিজ্ঞতার কথা জানিয়েছেন দলের ক্রিকেট ডিরেক্টর মো বোবাট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৯:২৭
cricket

শুক্রবার অনুশীলনে বিরাট কোহলি। ছবি: পিটিআই।

ধন্দ, বিশৃঙ্খলা, গুজব এবং ভরসাযোগ্য খবরের অভাব— ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ধর্মশালায় ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার দিন এমনই ছিল বেঙ্গালুরুর অবস্থা। কেউই বুঝতে পারছিলেন না কী করবেন। অনেকে ভয়ও পেয়েছিলেন। আইপিএল আবার শুরু হওয়ার ঠিক আগের দিন এমন অভিজ্ঞতার কথাই জানিয়েছেন দলের ক্রিকেট ডিরেক্টর মো বোবাট।

Advertisement

পঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার সময় অনুশীলন সেরে হোটেলে ফিরছিলেন বেঙ্গালুরুর ক্রিকেটারেরা। পরের দিনই লখনউয়ের সঙ্গে খেলা ছিল তাদের। ম্যাচ আচমকা বন্ধ হয়ে যেতে দেখে অনেকেই ভয় পেয়ে যান।

বেঙ্গালুরুর প্রকাশিত একটি ভিডিয়োয় বোবাট বলেছেন, “বেশ বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। আমরা চাইছিলাম শান্ত থাকতে এবং বোর্ডের থেকে যতটা সম্ভব তথ্য পেতে।”

বোবাটের সংযোজন, “ওই দিন প্রচুর কাজ ছিল। লখনউ ম্যাচের অনুশীলন করেছিলাম। বাসে ফেরার সময়ে অনেকেই ফোনে ম্যাচটা দেখছিল। হঠাৎ দেখি আলো বন্ধ হয়ে যায় এবং ক্রিকেটারেরা মাঠ থেকে বেরিয়ে যায়। আমরা বুঝতে পারছিলাম না কী হচ্ছে। হোটেলে ফেরার পরে আসল ঘটনার কথা জানতে পেরেছিলাম।”

আইপিএল বন্ধ হওয়ার খবর পরের দিন জানতে পেরেছিল বেঙ্গালুরু। বোবাট আন্দাজই করেছিলেন প্রতিযোগিতা আপাতত বন্ধ হয়ে যাবে। তাঁর কথায়, “সে দিন সন্ধ্যাটা খুব চিন্তার মধ্যে কেটেছিল। প্রচুর গুজব ছড়াচ্ছিল। তার মধ্যেই অনেক আড্ডা হয়েছিল। পরের দিন জানতে পারলাম আমাদের ম্যাচ হচ্ছে। কিছু দিনের জন্য আইপিএল বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রথমেই আমরা এটা আন্দাজ করেছিলাম। কারণ সংঘাত তাড়াতাড়ি মিটে যাবে এটা প্রত্যাশা করা যায় না।”

তাঁরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা করেছিল বেঙ্গালুরু। তার জন্য ভারতীয় বোর্ড এবং আরসিবি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বোবাট।

Advertisement
আরও পড়ুন