Pitch Controversy in IPL 2025

আইপিএলে পিচ-বিতর্ক বেড়েই চলেছে! কলকাতা, লখনউয়ের পর এ বার অভিযোগ কোহলিদের

আইপিএলে আরও একটি দল অভিযোগ করল যে, ঘরের মাঠের সুবিধা তারা পাচ্ছে না। এই বিষয়ে পিচ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলবে তারা। আইপিএলে পিচ নিয়ে বিতর্ক বেড়েই চলেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৭:০৭
cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংসের পর এ বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে আরও একটি দল অভিযোগ করল যে, ঘরের মাঠের সুবিধা তারা পাচ্ছে না। এই বিষয়ে পিচ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলবে তারা। আইপিএলে পিচ নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। এ ভাবে একের পর এক দল অভিযোগ করলে চাপ বাড়বে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর।

Advertisement

বৃহস্পতিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি মরসুমে পাঁচটি ম্যাচের মধ্যে বেঙ্গালুরু যে দু’টি ম্যাচ হেরেছে সেই দু’টিই ঘরের মাঠে। চিন্নাস্বামীর উইকেটে সাধারণত বড় রান হয়। কিন্তু দু’টি ম্যাচে তা দেখা যায়নি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ ও দিল্লির বিরুদ্ধে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছেন বিরাট কোহলিরা। তাঁদের দেখে মনে হয়েছে, চিন্নাস্বামীর উইকেটে রান করা অত সহজ নয়। দিল্লির কাছে হেরে পিচ নিয়ে অভিযোগ তুলেছে বেঙ্গালুরু।

ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে দলের মেন্টর দীনেশ কার্তিক জানিয়েছেন, তাঁরা পিচ নিয়ে খুশি নন। কার্তিক বলেন, “প্রথম দুটো ম্যাচে আমরা ভাল পিচ চেয়েছিলাম। কিন্তু এমন উইকেট দেওয়া হল, যেখানে ব্যাট করা কঠিন। ব্যাটারেরা সুবিধা পাচ্ছে না। দুটো ম্যাচের রান দেখলেই সেটা বোঝা যাচ্ছে। টি-টোয়েন্টিতে ব্যাটিং ভাল না হলে জেতা মুশকিল। ঘরের মাঠে দুটো ম্যাচেই একই ঘটনা ঘটেছে। আমরা পিচ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলব। ওঁর উপর আমাদের বিশ্বাস আছে।”

কার্তিকের মতে, টি-টোয়েন্টিতে চার-ছক্কা দেখতে না পেলে দর্শকেরা হতাশ হন। তাই প্রতিটি মাঠেই ব্যাটিং পিচ করা উচিত। তিনি বলেন, “টি-টোয়েন্টি বিনোদনের খেলা। দর্শকেরা চার-ছক্কা দেখতে চান। তাই বেশি রান হলে সেই ম্যাচে দর্শকদের উত্তেজনাও বেশি থাকে। আমার মনে হয়, টি-টোয়েন্টিতে ব্যাটারদের বেশি সুবিধা দেওয়া উচিত। তেমন উইকেট বানাতে হবে।” ব্যাটিং উইকেটের দাবি করলেও বিভিন্ন মাঠে গিয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যাটারদের মানিয়ে নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। কোহলিদের মেন্টর বলেন, “সব মাঠে পিচ এক রকম হবে না। পরিবেশ এক রকম হবে না। সেটা ব্যাটারদের বুঝতে হবে। সেই অনুযায়ী দ্রুত নিজেদের মানিয়ে নিতে হবে। এ বার অ্যাওয়ে ম্যাচে আমরা সেটা করতে পেরেছি। কিন্তু ঘরের মাঠেই হয়নি।”

এ বারের আইপিএলে পিচ নিয়ে প্রথম অভিযোগ করেছিলেন অজিঙ্ক রাহানে। ইডেন গার্ডেন্সে বেঙ্গালুরুর কাছে হারের পর কেকেআরের অধিনায়ক জানিয়েছিলেন, তাঁরা স্পিন সহায়ক পিচ চান। সেই আর্জি উড়িয়ে দিয়েছিলেন ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়। সেই ঘটনায় বিতর্ক হয়েছিল। পরে লখউয়ের মেন্টর জাহির খান ও চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংও ঘরের মাঠে পিচ নিয়ে অভিযোগ করেছিলেন। সেই তালিকায় এ বার যোগ হল বেঙ্গালুরুর নাম।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এই বিতর্কের মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, প্রতিটি দলের উচিত আইপিএল শুরু হওয়ার আগে পিচ প্রস্তুতকারকের সঙ্গে আলোচনা সেরে নেওয়া। প্রতিযোগিতা শুরু হওয়ার পর অভিযোগ করা উচিত নয়। কিন্তু অভিযোগ কমছে না। প্রতি দিন তা আরও বেড়ে চলেছে।

Advertisement
আরও পড়ুন