Virat Kohli

হারের হ্যাটট্রিকের পর ঘরের মাঠে কী ভাবে জয়ে ফিরল বেঙ্গালুরু? ব্যাখ্যা করলেন কোহলি

হারের হ্যাটট্রিকের পর অবশেষে ঘরের মাঠে জিতেছে বেঙ্গালুরু। ম্যাচের পর বিরাট কোহলি জানিয়েছেন, চিন্নাস্বামী স্টেডিয়ামে সফল হওয়ার জন্য আগে থেকেই একটি পরিকল্পনা নিয়ে নেমেছিলেন তাঁরা। কী সেটি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৭:১৯
cricket

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

হারের হ্যাটট্রিকের পর অবশেষে ঘরের মাঠে জিতেছে বেঙ্গালুরু। বৃহস্পতিবার তারা রাজস্থানকে হারিয়েছে ১১ রানে। ম্যাচের পর বিরাট কোহলি জানিয়েছেন, চিন্নাস্বামী স্টেডিয়ামে সফল হওয়ার জন্য আগে থেকেই একটি পরিকল্পনা নিয়ে নেমেছিলেন তাঁরা। সেই পরিকল্পনা কাজে লেগেছে।

Advertisement

কোহলি নিজেই ৪২ বলে ৭০ রান করেছেন। এটি মরসুমে তাঁর পঞ্চম অর্ধশতরান। দেবদত্ত পড়িক্কলও অর্ধশতরান করেন।

ম্যাচের পর কোহলি বলেন, “ঘরের মাঠে আগের ম্যাচগুলোয় ভাল খেলতে পারিনি। ব্যাটিং বিভাগের সদস্যেরা মিলে কিছু জিনিস ঠিক করেছিলাম। সেটা ঠিকঠাক কাজে লাগাতেই স্কোরবোর্ডে ভাল রান ওঠে। পিচ অতটাও পাটা ছিল না। শিশির পড়া শুরু করতেই বল ব্যাটে ভাল ভাবে আসতে থাকে।”

দ্বিতীয় ইনিংসে শিশির পড়তে দেখে কোহলির মনে হয়েছিল, ব্যাট করা অনেক সহজ হয়ে যাবে। তিনি ধন্যবাদ জানিয়েছেন দুই সতীর্থকে, যাঁরা ২০০ পেরোতে সাহায্য করেছিলেন।

কোহলির কথায়, “আমরা দ্বিতীয় ইনিংসে পিচ খতিয়ে দেখিয়েছিলাম। নিঃসন্দেহে ব্যাট করা অনেক সহজ বলে মনে হয়েছিল। তবে আগে ব্যাট করে ২০০ পেরিয়ে যাওয়াই আমাদের কাজে লেগেছে। আসলে আমাদের ব্যাট করার কৌশলটা খুব সহজ। এক জনকে একটা দিক ধরে রাখতে হবে। উল্টো দিকের ব্যাটারকে আক্রমণ করতে হবে। আমি একটা দিক ধরে রেখেছিলাম। দেবদত্ত খুব ভাল খেলেছে। ডেভিড শেষ দিকে চালিয়ে খেলেছে।”

ফিল সল্ট ব্যর্থ হলেও কোহলিদের সমস্যা হয়নি। পরে জশ হেজ়‌লউডের (৪/৩৩) বোলিংয়ে জেতে বেঙ্গালুরু।

Advertisement
আরও পড়ুন