IPL 2025

ম্যাচ জেতানো ইনিংস খেলেই ছোটবেলার কোচের কাছে ছুটলেন কোহলি, ছুঁলেন রাজকুমারের পা

দিল্লির মাঠে প্রিয় ছাত্রের খেলা দেখতে এসেছিলেন রাজকুমার শর্মা। ব্যাট হাতে ছোটবেলার কোচকে হতাশ করেননি বিরাট কোহলি। ম্যাচের পর গুরুর আশীর্বাদও চেয়ে নেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৯:১১
picture of virat kohli

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রাজকুমার শর্মা (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো অর্ধশতরানের ইনিংস খেলে ছোটবেলার কোচকে প্রণাম করলেন বিরাট কোহলি। রবিবার ম্যাচ শেষ হওয়ার পর নিজের কোচ রাজকুমার শর্মার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন কোহলি। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

রবিবার দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ছিল অরুণ জেটলি স্টেডিয়ামে। যা কোহলির ঘরের মাঠ। আইপিএলে অ্যাওয়ে ম্যাচ খেলতে এলেও কোহলি খেলেছেন ছোট থেকে তাঁর চেনা ২২ গজে। প্রিয় ছাত্রের খেলা দেখতে এসেছিলেন রাজকুমার। কোচের সামনে ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন কোহলি। মারেন চারটি চার। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বেঙ্গালুরুকে লড়াইয়ে ফেরান ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে ১১৯ রানের জুটি তৈরি করে।

ম্যাচের পর ছোটবেলার কোচের সঙ্গে দেখা করতে যান কোহলি। তখন রাজকুমারের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। রাজকুমারও নিজস্ব ভঙ্গিতে ছাত্রের পেটে আলতো ঘুষি মেরে অভিনন্দন জানান। দু’জনে খানিক ক্ষণ কথা বলেন। পরস্পরকে জড়িয়ে ধরে হাসিমুখে ছবিও তোলেন তাঁরা। কোহলি এবং রাজকুমারের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তার মধ্যে রাজকুমারকে কোহলির প্রণাম করার ছবিটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। ক্রিকেটপ্রেমীরা প্রশংসা করেছেন কোহলির শিষ্টাচারের।

এ বারের আইপিএলে চেনা ফর্মে রয়েছেন কোহলি। ১০টি ম্যাচে করেছেন ৪৪৩ রান। তাঁর গড় ৬৩.২৯। স্ট্রাইক রেট ১৩৮.৮৭। ছ’টি অর্ধশতরান এসেছে কোহলির ব্যাট থেকে। কমলা টুপির দৌড়ে সকলের আগে রয়েছেন তিনি। তাঁর দলও সাতটি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট পেয়েছে। পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে আরসিবি।

Advertisement
আরও পড়ুন