shikhar dhawan

শুধু নেচেছেন, খেয়েছেন, হুল্লোড় করেছেন! হরভজন, রোহিতের বিয়েতে ফাঁকা খাম উপহার দিয়েছেন এক ভারতীয় ক্রিকেটার

দু’জনের বিয়েতেই তিনি গিয়েছেন। নাচগান, খাওয়া-দাওয়া এবং হুল্লোড় করেছেন। তবে উপহার হিসাবে একটা টাকাও দেননি এক ভারতীয় ক্রিকেটার। সম্প্রতি একটি ইউটিউব শোয়ে এ কথা ফাঁস করেছেন হরভজন সিংহ এবং রোহিত শর্মা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৮:৪৯
cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং হরভজন সিংহ। — ফাইল চিত্র।

দু’জনের বিয়েতেই তিনি গিয়েছেন। নাচগান, খাওয়া-দাওয়া এবং হুল্লোড় করেছেন। তবে উপহার হিসাবে একটা টাকাও দেননি শিখর ধাওয়ান। সম্প্রতি একটি ইউটিউব শোয়ে এ কথা ফাঁস করেছেন হরভজন সিংহ এবং রোহিত শর্মা।

Advertisement

স্ত্রী গীতা বসরাকে নিয়ে নিজের ইউটিউব শোয়ে রোহিত এবং তাঁর স্ত্রী রিতিকাকে অতিথি হিসাবে নিয়ে এসেছিলেন হরভজন। সেখানেই এই প্রসঙ্গ এসেছে। ২০১৫-র ২৯ অক্টোবর বিয়ে করেছিলেন হরভজন-গীতা। সেখানে আমন্ত্রিত ছিলেন ধাওয়ান।

সেই কথা মনে করিয়ে হরভজন বলেন, “শিখর ধাওয়ান আমাদের বিয়েতে এসেছিল। প্রচুর নেচেছিল, খেয়েছিল, মদ্যপান করেছিল। সব মিলিয়ে ভালই হুল্লোড় হয়েছিল। ফেরার সময় আমার পকেটে একটা খাম ঢুকিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম, কী করছিস এটা?” তখনই রোহিত মজা করে প্রশ্ন করেন, “ভেতরে কি ১০১ টাকা ছিল?” হরভজনের উত্তর, “ধুর, পরের দিন সকালে খামটা খুলে দেখি পুরো ফাঁকা। ১০১ তো দূর, একটা পয়সাও ছিল না ওর মধ্যে।” এর পর দুই ক্রিকেটারই হাসতে হাসতে ফেটে পড়েন।

এর পর আসে রোহিত-রিতিকার পালা। রোহিতও বলেন, “আমাদের বিয়েতেও ও কিছুই দেয়নি। স্রেফ এসে নেচে, খেয়ে চলে গিয়েছিল।”

ধাওয়ানের জীবনের এ রকমই মজার কথা তুলে ধরলেও, এক সময়ের ওপেনিং সতীর্থের প্রশংসা করতেও ভোলেননি রোহিত। বলেন, “কী অসাধারণ ছেলে ছিল। জাত ক্রিকেটার। ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে খেলেছি। অনেক সফরে গিয়েছি। ভারতের হয়ে খেলার আগে আমরা ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরেও গিয়েছি।”

গত বছর অগস্টে ধাওয়ান প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ান। রোহিত গত বছর টি-টোয়েন্টি এবং এ বছর টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

Advertisement
আরও পড়ুন