Rohit Sharma

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচে ২০২ রান! গত চার-পাঁচ মাস কী ভাবে বদলে দিয়েছে রোহিতকে, ফাঁস করলেন নিজেই

অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। পরের দুই ম্যাচে সেই সমালোচনার জবাব দিয়েছেন রোহিত শর্মা। তাঁর জীবন কী ভাবে বদলে গিয়েছে গত কয়েক মাসে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২১:২৪
cricket

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। পরের দুই ম্যাচে সেই সমালোচনার জবাব দিয়েছেন রোহিত শর্মা। অ্যাডিলেডে অর্ধশতরানের পর সিডনিতে ম্যাচ জেতানো শতরান করেছেন। দেশে ফেরার আগে অস্ট্রেলিয়ায় সাফল্যের কারণ জানালেন রোহিত। প্রশংসা করলেন বিরাট কোহলি এবং হর্ষিত রানার।

Advertisement

অস্ট্রেলিয়ায় সাফল্যের পিছনে মূলত দু’টি কারণ ব্যাখ্যা করেছেন রোহিত। প্রস্তুতি এবং অভিজ্ঞতা। বোর্ডের ভিডিয়োয় রোহিত বলেছেন, “খেলা শুরু করার পর থেকে কখনও কোনও সিরি‌জ়ের প্রস্তুতির জন্য চার-পাঁচ মাস সময় পাইনি। এ বার সেটা পেয়ে পুরোপুরি সদ্ব্যবহার করতে চেয়েছিলাম। নিজের মতো করে প্রস্তুতি নিতে চেয়েছিলাম। পুরোপুরি নিজের ইচ্ছা অনুযায়ী। সেটা খুব ভালই কাজে লেগেছে। বাকি ক্রিকেটজীবনে কী পড়ে আছে, সেটা বোঝার জন্য এই সময়টা পাওয়া খুবই দরকার ছিল। কারণ আগে কখনও এতটা সময় হাতে পাইনি।”

রোহিতের সংযোজন, “দেশেই ভাল ভাবে প্রস্তুতি নিয়েছিলাম। তবে ওখানকার আর এখানকার পরিবেশের কোনও মিল নেই। দু’দেশের অনেক পার্থক্য রয়েছে। যে হেতু এই দেশে অনেক বার এসেছি তাই অভিজ্ঞতা ছিলই। শুধু ছন্দ খুঁজে পাওয়ার অপেক্ষা করছিলাম।”

ভারতের প্রাক্তন অধিনায়ককে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে নিজেকে সময় দিতে পারা। তিনি বলেছেন, “আমি এই কয়েক মাসে নিজেকে অনেকটা সময় দিয়েছি। কখনও কখনও সেটা খুবই দরকার। পেশাদার ক্রিকেটের বাইরেও আমাদের একটা জীবন রয়েছে। হাতে থাকা অনেকটা সময় কাজে লাগিয়েছি। নিজের ইচ্ছামতো কাজ করতে পেরেছি। এটা আমাকে খুব সাহায্য করেছে।”

সিডনিতে কোহলির সঙ্গে জুটি শুধু দর্শকদের নয়, রোহিতকেও আনন্দ দিয়েছে। এই নিয়ে এক দিনের ক্রিকেটে ১৯ বার শতরান বা তার বেশি রানের জুটি গড়লেন তাঁরা। রোহিতের কথায়, “অনেক দিন পরে একটা দুর্দান্ত জুটি হল। অনেক দিন শতরানের জুটি গড়িনি কোহলির সঙ্গে। দলের দৃষ্টিভঙ্গি থেকে এই জুটিটা খুব দরকার ছিল। একটা সময় পরিস্থিতি হাতে ছিল না। শুভমনকে তাড়াতাড়ি হারিয়েছিলাম। আমরা জানতাম শ্রেয়স ব্যাট করতে পারবে না। তাই বাকি ব্যাটারদের উপর বাড়তি দায়িত্ব ছিল। তাই এই জুটিটা আরও ভাল। আমরা প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। অনেক কথা বলেছি। আসলে একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। একে অপরকে ভাল বুঝতে পারি। দু’জনেই বুঝতে চেষ্টা করেছি ওই মুহূর্তে আমাদের কী করা দরকার। এ ছাড়া অভিজ্ঞতা তো রয়েছেই। সেটাই কাজে লাগিয়েছি।”

সিরিজ়‌ জিততে না পারলেও তরুণ দল যে ভাবে লড়াই করেছে তাতে খুশি রোহিত। বলেছেন, “আমরা মূলত তরুণ দল নিয়ে খেলতে এসেছি। হর্ষিতকেই দেখুন। প্রথম বার অস্ট্রেলিয়ায় সাদা বলের ক্রিকেট খেলছে। যে ভাবে আগের দুটো ম্যাচে বল করেছে তা অসাধারণ।”

Advertisement
আরও পড়ুন