Vijay Hazare trophy

বিজয় হজারেতে আগ্রাসী শতরান রোহিতের, মাইলফলক স্পর্শ কোহলির, ছুঁলেন সচিনের কীর্তি

সাত বছর পর বিজয় হজারে ট্রফি খেলতে নেমেই শতরান রোহিত শর্মার। অর্ধশতরান এল বিরাট কোহলির ব্যাট থেকেও। একই সঙ্গে সচিন তেন্ডুলকরের একটি কীর্তিও স্পর্শ করলেন কোহলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৯
picture of cricket

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। ছবি: পিটিআই।

চেনা ফর্মে রোহিত শর্মা। সাত বছর পর বিজয় হজারে ট্রফি খেলতে নেমেই শতরান করলেন। মুম্বইয়ের হয়ে সিকিমের বিরুদ্ধে শতরান করলেন ৬২ বলে। নজির গড়লেন বিরাট কোহলিও। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে লিস্ট এ (৫০ ওভারের) ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে যেখানে শেষ করেছিলেন, মুম্বইয়ের হয়ে খেলতে নেমে যেন সেখান থেকেই শুরু করলেন রোহিত। ৮টি চার এবং ৯টি ছয়ের সাহায্যে শতরান করলেন রোহিত। ব্যক্তিগত ৯৮ রানে ছক্কা মেরে শতরান পূর্ণ করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। লিস্ট এ ক্রিকেটে ৩৭তম শতরান করলেন তিনি। তার আগে ২৭ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। এ দিনের শতরান ৫০ ওভারের ক্রিকেটে রোহিতের দ্রুততম। এর আগে ২০২৩ সালে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন। নিজের রেকর্ড উন্নত করলেন সিকিমের বিরুদ্ধে।

রোহিত শেষ পর্যন্ত করেন ৯৪ রানে ১৫৫ রান। তাঁর ব্যাট থেকে এসেছে ১৮টি চার এবং ৯টি ছক্কা। জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে রোহিতের ব্যাটিং দেখতে বুধবার প্রায় ১২ হাজার ক্রিকেটপ্রেমী আসেন। রোহিত ব্যাট করতে নামার সময় তাঁরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। তাঁদের উৎসাহের মাঝেই শতরান উপহার দিলেন রোহিত।

অন্য দিকে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে নজির গড়লেন কোহলি। দিল্লির হয়ে ব্যাট করতে নেমে লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করলেন তিনি। কোহলি অবশ্য ব্যক্তিগত ৩২ রানের মাথায় ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছেন। তবু বুঝিয়ে দিয়েছেন সেরা ফর্মেই রয়েছেন। অর্ধশতরান করেছেন তিনিও। ৩৯ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। ১২ বছর পর এই প্রতিযোগিতায় খেলছেন কোহলি। এই প্রতিবেদন লেখার সময় কোহলি করেছেন ৫৭ বলে ৬২। ৭টি চার এবং ১টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

Advertisement
আরও পড়ুন