Rohit Sharma Retirement

রোহিত টেস্ট থেকে অবসর নেওয়ায় একেবারেই খুশি হননি পরিবারের এক জন, জানালেন সদ‍্য প্রাক্তন অধিনায়ক নিজেই

গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ড সিরিজ়ের আগেই সরে দাঁড়িয়েছেন। লাল বলের ক্রিকেট থেকে ছেলে অবসর নেওয়ায় খুশি হতে পারেননি রোহিতের বাবা গুরুনাথ শর্মা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৬:৫০
cricket

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

গত মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ড সিরিজ়‌ের আগেই সরে দাঁড়িয়েছেন। লাল বলের ক্রিকেট থেকে ছেলে অবসর নেওয়ায় খুশি হতে পারেননি রোহিতের বাবা গুরুনাথ শর্মা। কারণ লাল বলের খেলাই তাঁর কাছে আসল ক্রিকেট।

Advertisement

চেতেশ্বর পুজারার স্ত্রী পূজার লেখা একটি বইপ্রকাশের অনুষ্ঠানে হাজির হয়ে রোহিত জানিয়েছেন, অতীতে বহু বার বাবার সঙ্গে টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা করেছেন তিনি। তবে রোহিত টেস্ট খেলা ছেড়ে দেওয়ায় গুরুনাথ খুশি হতে পারেননি।

রোহিতের কথায়, “লাল বলের ক্রিকেটে বাবা আমার অনেক খেলা দেখেছেন। টেস্ট ক্রিকেট ‌ওঁর খুব প্রিয়। তাই আমি অবসর ঘোষণা করার পর খুব হতাশ হয়েছিলেন। তবে একই সঙ্গে খুশিও হয়েছিলেন। এটাই আমার বাবার গুণ। আমার বেড়ে ওঠার নেপথ্যে ওঁর অবদান কতটা সেটা বলে বোঝানো যাবে না। বাবা-মায়ের সাহায্য ছাড়া কোনও দিন এত দূর আসতে পারতাম না।”

রোহিতের বাবা টেস্ট এতটাই ভালবাসেন যে এক দিনের ক্রিকেটে ছেলের বিশ্বরেকর্ডেও খুশি হননি খুব একটা। রোহিতের কথায়, “উনি অনেক দিন থেকে টেস্ট ক্রিকেটের সমর্থক। আধুনিক ক্রিকেট ওঁর ভাল লাগে না। আমার মনে আছে, যে দিন এক দিনের ক্রিকেটে ২৬৪ রান করেছিলাম, উনি খুব একটা উত্তেজিত হননি। বলেছিলেন, ‘ঠিক আছে, ভাল খেলেছ’। কোনও উত্তেজনা দেখিনি ওঁর মধ্যে।”

ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন রোহিত। ৪৩০১ রান করেছেন। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ১৫ ইনিংসে ৪১৮ রান করেছেন।

Advertisement
আরও পড়ুন