India VS England Test Series

পটৌদীর নাম বাঁচাতে আসরে সচিন! ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে কী অনুরোধ করলেন তেন্ডুলকর

মনসুর আলি খান পটৌদীর নাম বাঁচাতে এ বার আসরে নেমেছেন সচিন তেন্ডুলকর। ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের কাছে বিশেষ অনুরোধ করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১১:৪০
cricket

সচিন তেন্ডুলকর। —ফাইল চিত্র।

ভারত-ইংল্যান্ড সিরিজ়ের নাম বদলে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ‘পটৌদী ট্রফি’র নাম বদলে রাখা হয়েছে ‘সচিন-অ্যান্ডারসন ট্রফি’। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে। এ ভাবে ট্রফির নাম বদলে যাওয়ায় খুশি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। আসরে নেমেছেন সচিন তেন্ডুলকরও। ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের কাছে বিশেষ অনুরোধ করেছেন তিনি।

Advertisement

সচিন অনুরোধ করেছেন, সিরিজ়ের নাম বদলে ফেললেও যেন কোনও ভাবে পটৌদীর নাম এই সিরিজ়ের সঙ্গে যুক্ত থাকে। সেই অনুরোধের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, জয়ী দলকে যে মেডেল পরানো হবে তা পটৌদীর নামে থাকবে।

দু’দেশের দুই সমসাময়িক ক্রিকেটারকে সম্মানিত করতে চান ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের নামে নতুন ট্রফির নামকরণ করেছেন তাঁরা। আর তা করতে গিয়ে পটৌদী ট্রফিকে ‘অবসরে’ পাঠিয়ে দিয়েছেন। ইসিবির এই সিদ্ধান্তকে পটৌদী পরিবারের জন্য অসম্মান হিসাবে দেখছে ক্রিকেটমহলের একাংশ।

মনসুর আলি খান পটৌদী ২১ বছর বয়সে ভারতের টেস্ট অধিনায়ক হয়েছিলেন। এখনও পর্যন্ত তিনিই ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। তাঁর বাবা ইফতিকার আলি খান ইংল্যান্ড এবং ভারত— দু’দেশের হয়েই টেস্ট খেলেছিলেন। পটৌদী ট্রফিকে ‘অবসরে’ পাঠিয়ে দেওয়ার বিষয়টি পছন্দ হয়নি বিসিসিআই কর্তাদেরও। ইসিবিকে ভারতীয় বোর্ডের কর্তারা অনুরোধ করেছেন, ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ়ের কোনও একটি পুরস্কার অন্তত পটৌদীর নামে করা হোক। সেই একই অনুরোধ করেছেন সচিনও। অবশেষে তা মেনে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

Advertisement
আরও পড়ুন