India VS England Test Series

লর্ডস টেস্টের আগে অনুশীলনে এলেন না শুভমন-সহ সাত ভারতীয় ক্রিকেটার! কারা ঘাম ঝরালেন

বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। তার আগে অনুশীলনে দেখা গেল না দলের সাত ক্রিকেটারকে। কারা অনুশীলন করলেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১০:২০
cricket

লর্ডস যাওয়ার আগে খোশমেজাজে ভারতের অধিনায়ক শুভমন গিল (বাঁ দিকে) ও সহ-অধিনায়ক ঋষভ পন্থ। ছবি: সমাজমাধ্যম।

রবিবার এজবাস্টনে দ্বিতীয় টেস্ট জিতেছে ভারত। বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। তার আগে মঙ্গলবার অনুশীলনে দেখা গেল না দলের সাত ক্রিকেটারকে। মাঝে মাত্র তিন দিনের বিশ্রাম থাকায় হয়তো মঙ্গলবার অনুশীলন করেননি শুভমন গিলেরা। আগের টেস্টের ধকল সামলাচ্ছেন তাঁরা।

Advertisement

সোমবার বাসে বার্মিংহ্যাম থেকে লন্ডনে পৌঁছেছে ভারতীয় দল। পাঁচ দিনের খেলার ধকল সামলানোর জন্যই অধিনায়ক শুভমন ও সহ-অধিনায়ক ঋষভ পন্থ মঙ্গলবার অনুশীলন করেননি। ছিলেন না ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, আকাশদীপ, লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়ালও। তৃতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে যাঁদের খেলার সম্ভাবনা, তাঁদের মধ্যে করুণ নায়ার, জসপ্রীত বুমরাহ, নীতীশ রেড্ডি ও রবীন্দ্র জাডেজাকে অনুশীলন করতে দেখা গিয়েছে।

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও সহকারী কোচদের নজরদারিতে অনুশীলন সারেন শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব ও অর্শদীপ সিংহও। যা পরিস্থিতি তাতে লর্ডসে বুমরাহ খেলবেন। সে ক্ষেত্রে বসবেন প্রসিদ্ধ কৃষ্ণ। সেই কারণেই হয়তো মঙ্গলবার লর্ডসের নেটে অনেক ক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় প্রসিদ্ধকে। বোলিং কোচ মর্নি মর্কেলের সামনে বলও করেন তিনি।

মঙ্গলবার হালকা অনুশীলন করেন ভারতীয় ক্রিকেটারেরা। সকলের নজর ছিল বুমরাহের দিকে। হেডিংলেতে খেলার পর এজবাস্টনে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। তিনি কী পরিস্থিতিতে রয়েছেন সে দিকেই সকলের নজর ছিল। বুমরাহ পুরোদমে বল করেছেন। তাঁর বলের সামনে সমস্যায় পড়তে দেখা যায় করুণ, সাই সুদর্শনকে। মাঝেমধ্যে সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে মজাও করছিলেন তিনি।

লর্ডসে নামার আগে অনেক ক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় জাডেজাকে। এজবাস্টনে দুই ইনিংসেই অর্ধশতরান করেছেন তিনি। লর্ডসের উইকেটে ঘাস বেশি থাকায় সেখানেও জাডেজাকে প্রয়োজন ভারতের। তাই ব্যাটিংয়ের দিকে নজর দেন তিনি। গম্ভীরের সঙ্গে অনেক ক্ষণ কথাও বলতে দেখা যায় তাঁকে। দীর্ঘ স্পেল করেন নীতীশও। সবুজ উইকেটে তিনি চতুর্থ পেসারের দায়িত্ব সামলাবেন বলে মনে করা হচ্ছে।

হেডিংলে ও এজবাস্টনে যে উইকেটে খেলা হয়েছে, লর্ডসে তা পাবে না ভারত। এই মাঠে সাধারণত বোলারদের দাপট দেখা যায়। সে কথা মাথায় রেখেই দল নির্বাচন করতে চাইবেন গম্ভীর। তার আগে সকলকে দেখে নিতে চাইছেন তিনি। মঙ্গলবার অনুশীলন না করলেও বুধবার নিশ্চয় অনুশীলন করবেন শুভমনেরা। লর্ডসে নামার আগের দিন শেষ প্রস্তুতি সেরে ফেলতে চাইবেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন