Women's Premier League 2025

৭ ক্রিকেটার: এই মাসেই মহিলাদের আইপিএল নিলাম, যাঁদের নিয়ে ভাবতে হবে দলগুলিকে

২০২৫ সালের বিশ্বকাপে যে ক্রিকেটারেরা নজর কেড়েছেন তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলাদের আইপিএলে খেলেন। চলতি মাসে নিলামের আগে তাঁদের দিকে নজর থাকবে দলগুলির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৩:১৬
cricket

মহিলাদের আইপিএল জিতে ট্রফি হাতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ছবি: এক্স।

মহিলাদের এক দিনের বিশ্বকাপ শেষ। এ বার সামনে মহিলাদের আইপিএল। চলতি মাসেই রয়েছে তার বড় নিলাম। তার আগে বুধবার ক্রিকেটার ধরে রাখার শেষ দিন। এ বারের বিশ্বকাপে যে ক্রিকেটারেরা নজর কেড়েছেন তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলাদের আইপিএলে খেলেন। তাঁদের দিকে নজর থাকবে দলগুলির। তাঁদেরকে কি ধরে রাখা হবে? যদি ছেড়ে দেওয়া হয় তা হলে তাঁদের নিতে কাড়াকাড়ি হবে। তেমনই সাত ক্রিকেটারের দিকে নজর রাখা হল।

Advertisement

আমনজ্যোৎ কৌর (মুম্বই ইন্ডিয়ান্স)— গত বছর খেলেছিলেন। কিন্তু বেশি সুযোগ পাননি। বিশ্বকাপে তিনি দেখিয়েছেন, ব্যাট-বল দুই ভাল করতে পারেন। মুম্বইয়ে গত বার পূজা বস্ত্রকর এক নম্বর বোলিং-অলরাউন্ডার ছিলেন। তাঁকে ছাপিয়ে এ বার সেই দায়িত্ব পেতে পারেন আমনজ্যোৎ। তাঁকে ধরে রাখতে চাইবে মুম্বই।

শ্রী চরণী (দিল্লি ক্যাপিটালস)— গত বার দিল্লির হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছিলেন। তাতেই বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন তিনি। দিল্লিতে এত দিন রাধা যাদব প্রধান ভারতীয় স্পিনার ছিলেন। সেই জায়গা এ বার পেতে পারেন শ্রী চরণী। যদি দিল্লি তাঁকে ধরে না রাখে তা হলে নিলামে তাঁকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে।

অ্যানাবেল সাদারল্যান্ড (দিল্লি ক্যাপিটালস)— এ বার অস্ট্রেলিয়ার অলরাউন্ডারদের মধ্যে নজর কেড়েছেন। দীপ্তি শর্মার পর সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। দিল্লি তাঁকে ধরে রাখার চেষ্টা করবে।

মারিজ়ান কাপ (দিল্লি ক্যাপিটালস)— দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ অলরাউন্ডার কাপও এ বার বিশ্বকাপে খুব ভাল খেলেছেন। ব্যাটে-বলে নজর কেড়েছেন। সাদারল্যান্ড ও কাপ একই দলে খেলেন। দিল্লির সমস্যা, দুই ক্রিকেটারকে তারা একসঙ্গে ধরে রাখতে পারবে কি না। যদি দু’জনের মধ্যে কাউকে ছাড়তে হয় তা হলে তাঁকে নিয়ে কাড়াকাড়ি হবে নিলামে।

নাদিন ডি ক্লার্ক (মুম্বই ইন্ডিয়ান্স)— গত বার একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক স্ট্রাইক রেটে রান করেছেন। তিনটি ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছেন। পাশাপাশি উইকেটও নিয়েছেন। তাঁকে কি ধরে রাখবে মুম্বই। যদি ছেড়ে দেয় তা হলে নিলামে নজর থাকবে তাঁর দিকে।

লরা উলভার্ট (গুজরাত জায়ান্টস)— এক দিন ও টি২০ মিলিয়ে গত তিনটি বিশ্বকাপে সর্বাধিক রানের মালকিন। অথচ গত মহিলাদের আইপিএলে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। এ বারের গুজরাত তাঁকে ধরে রাখতে পারে। গুজরাতের অধিনায়কের দায়িত্ব কি পাবেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক?

অ্যাশলি গার্ডনার (গুজরাত টায়ান্টস)— গত বার গুজরাতের অধিনায়ক ছিলেন। ভাল খেলেছেন। এ বারের বিশ্বকাপেও ভাল খেলেছেন। তাঁকেই কি অধিনায়ক রাখবে গুজরাত? না উলভার্টের দিকে ঝুঁকবে? নিলামের আগে চিন্তা বাড়ছে গুজরাতের।

Advertisement
আরও পড়ুন