Shreyas Iyer

নিউ জ়িল্যান্ড সিরিজ়ে প্রত্যাবর্তন নিশ্চিত শ্রেয়সের, প্রস্তুতির জন্য খেলবেন বিজয় হজারেতেও, অপেক্ষা দল ঘোষণার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে চোট পেয়েছিলেন তিনি। নিউ জ়িল্যান্ড সিরিজ়ে শ্রেয়স আয়ারের ফেরা কার্যত নিশ্চিত। প্রস্তুতির জন্য তিনি বিজয় হজারে ট্রফিতেও খেলবেন বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৯
cricket

শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে চোট পেয়েছিলেন তিনি। খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা সিরিজ় এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। সেই চোট সারিয়ে নিউ জ়িল্যান্ড সিরিজ়ে শ্রেয়স আয়ারের ফেরা কার্যত নিশ্চিত। প্রস্তুতির জন্য তিনি বিজয় হজারে ট্রফিতেও খেলবেন বলে জানা গিয়েছে। আপাতত অপেক্ষা যে কবে নিউ জ়িল্যান্ড সিরিজ়ের দল ঘোষণা হয়।

Advertisement

শ্রেয়স এখন বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন। ৩০ ডিসেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন। তার পর ২ জানুয়ারি জয়পুরে মুম্বই দলের সঙ্গে যোগ দেবেন। ৩ এবং ৬ জানুয়ারি মুম্বইয়ের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। ভারতের দল ঘোষণা হলে তিনি জাতীয় শিবিরে যোগ দেবেন। তবে শ্রেয়স বিজয় হজারেতে ক’টি ম্যাচ খেলবেন তা নির্ভর করছে বোর্ডের ছাড়পত্রের উপরে।

মুম্বই সংস্থার এক কর্তা ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বলেছেন, “শ্রেয়সকে নিয়ে আমরা ইতিবাচক কথাবার্তাই শুনতে পাচ্ছি। মুম্বইয়ের হয়ে দুটো ম্যাচ খেলার কথা রয়েছে ওর। বোর্ডের অনুমতির উপরে নির্ভর করছে সব। তবে ইঙ্গিত যা, তাতে শ্রেয়স খেলবে। নেটে অনায়াসে ব্যাটিং করছে এখন। কোনও রকম অস্বস্তি নেই।”

যা খবর, তাতে শ্রেয়সকে হয়তো সরাসরি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামিয়ে দেওয়া হবে না। প্রস্তুতির জন্য দু’টি ম্যাচ খেলার অনুমতি দিতে পারে বোর্ড। শ্রেয়স ফেরার এক দিনের মিডল অর্ডার আবার মজবুত হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে সেই জায়গায় খেলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। শ্রেয়স সুস্থ হওয়ায় রুতুরাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। রোহিত শর্মা এবং বিরাট কোহলি যে ফর্মে রয়েছেন, তাতে শ্রেয়স ফিরলে দল আরও শক্তিশালী হবে।

এক দিনের সিরিজ়ে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ড্যকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই দু’জনকে বিশ্রাম দেওয়া হবে। দ্বিতীয় উইকেটকিপারের দৌড়ে এগিয়ে ঈশান কিশন। বিশ্বকাপের পাশাপাশি তাঁকে এক দিনের ক্রিকেটেও ফেরানোর ভাবনা চলছে।

Advertisement
আরও পড়ুন