Gautam Gambhir

টেস্ট অধিনায়ক হিসাবে শুভমনকেই চান গম্ভীর, দিল্লির বাড়িতে পাঁচ ঘণ্টার বৈঠক, অপেক্ষা সরকারি ঘোষণার

টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছেন জসপ্রীত বুমরাহ। চোট প্রবণতার জন্য তাঁকে চাইছেন না গৌতম গম্ভীর। তাঁর পছন্দ শুভমন গিল। দিল্লির বাড়িতে শুভমনের সঙ্গে বৈঠক করেছেন কোচ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৫:৫৩
Picture of Shubman Gill

শুভমন গিল। ছবি: এক্স (টুইটার)।

টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর অধিনায়ক হিসাবে গৌতম গম্ভীর এমন এক জনকে চাইছেন, যিনি দীর্ঘ দিন খেলবেন। ৩১ বছরের জসপ্রীত বুমরাহকে পছন্দ নয় তাঁর। ভারতীয় দলের কোচের পছন্দ শুভমন গিল। তাঁর সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে আলাদা করে বৈঠকও করেছেন গম্ভীর।

Advertisement

বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার হিসাবে বিবেচিত বুমরাহ। তাঁর ক্রিকেট মস্তিষ্কের প্রশংসা করেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। রোহিত অধিনায়ক থাকার সময় একাধিক টেস্ট সিরিজ়ে সহ-অধিনায়ক ছিলেন বুমরাহ। রোহিতের অনুপস্থিতিতে কয়েকটি টেস্টে নেতৃত্বও দিয়েছেন। তবু চোট প্রবণতার জন্য বুমরাহকে চাইছেন না গম্ভীর। জাতীয় নির্বাচকদের সে কথা জানিয়েও দিয়েছেন। অজিত আগরকরেরাও আপত্তি করেননি। সায় দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদের একাংশও। নির্বাচক এবং বোর্ড কর্তাদের আপত্তি নেই বুঝে গম্ভীর নিজেই শুভমনকে ইঙ্গিত দেন টেস্ট দলের নেতৃত্বের ব্যাপারে। শুধু তা-ই নয়, নিজের পরিকল্পনা নিয়ে শুভমনের সঙ্গে আলোচনাও করেছেন।

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে লেখা হয়েছে, আইপিএলের বিরতিতে শুভমন দিল্লিতে গম্ভীরের বাড়িতে গিয়েছিলেন। দু’জনের মধ্যে চার-পাঁচ ঘণ্টা কথা হয়েছে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন শুভমন। তাঁকে লাল বলের ক্রিকেটের নেতৃত্বের দায়িত্ব দিতে চান গম্ভীর। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে শুভমনের দক্ষতা প্রমাণিত। গত বছর থেকে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছে। এ বার পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছেন শুভমনেরা।’’ উল্লেখ্য, শুভমন পঞ্জাবের রঞ্জি অধিনায়কও।

এই মুহূর্তে গম্ভীর রয়েছেন মুম্বইয়ে। বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে। ইংল্যান্ড সফরের দল নিয়ে জাতীয় নির্বাচকদের সঙ্গে কথা বলছেন তিনি। শুভমনের সঙ্গে কথা বলেছেন আগরকরও। মনে করা হচ্ছে, মে মাসের শেষ দিকে পাঁচ টেস্টের সিরিজ়ের দল ঘোষণা করা হতে পারে। তার আগে সব কিছু ঠিক করে নিতে চান গম্ভীর। কারণ বুমরাহকে টপকে শুভমনকে অধিনায়ক করা হলে সমালোচনা হতে পারে। যেমন সঞ্জয় মঞ্জরেকর সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘বুমরাহকে বাদ দিয়ে অন্য কাউকে টেস্ট অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে, এটা জেনে আমি বিস্মিত। উদ্বেগ কি বুমরাহের চোট নিয়ে? সে ক্ষেত্রে ভেবেচিন্তে সহ-অধিনায়ক নির্বাচন করা উচিত।’’

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচকদের সঙ্গে আরও কথা বলবেন গম্ভীর। কথা হতে পারে বিসিসিআই কর্তাদের সঙ্গেও। বোর্ডের একটি সূত্রের দাবি, ভাবনায় রয়েছে ঋষভ পন্থের নামও। কর্তাদের একাংশের মতে, কোহলি-রোহিতের অবসরের পর বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও পরিস্থিতিতে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে বুমরাহ এবং পন্থের। তাই এই দু’জনের এক জনকেই অধিনায়ক করা উচিত। এখনই শুভমনকে টেস্ট দলের নেতৃত্বে চাইছেন না ওই কর্তারা।

বিসিসিআই এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করেনি। সবটাই রয়েছে আলোচনা এবং পরিকল্পনার স্তরে। শুভমনকে নেতৃত্বে আনতে অনিচ্ছুক কর্তাদের সঙ্গেও প্রয়োজনে কথা বলতে পারেন গম্ভীর। তার পরই সরকারি ভাবে জানা যাবে ভারতের নতুন টেস্ট অধিনায়কের নাম।

Advertisement
আরও পড়ুন