Asia Cup 2025

অসুস্থ শুভমন, খেলবেন না ঘরোয়া ক্রিকেটে, এশিয়া কাপের আগে উদ্বেগ ভারতের, কী হয়েছে সহ-অধিনায়কের?

২৯ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে দলীপ ট্রফি। তার মধ্যেই ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। দলীপের শুধু প্রথম ম্যাচ খেলার কথা ছিল শুভমন গিলের। তিনিই ছিলেন উত্তরাঞ্চলের অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১২:১৩
picture of Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

এশিয়া কাপের আগে উদ্বেগ বাড়ল ভারতের। অসুস্থতার জন্য দলীপ ট্রফি থেকে ছিটকে গেলেন শুভমন গিল। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভারতীয় টেস্ট দলের অধিনায়কের।

Advertisement

টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ়ে নজর কেড়েছেন শুভমন। ব্যাট হাতে সাফল্য পেয়েছেন। অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ় ড্র করেছেন। এশিয়া কাপে তিনিই ভারতের সহ-অধিনায়ক। কিন্তু প্রতিযোগিতার আগে তাঁর অসুস্থতা উদ্বেগ বৃদ্ধি করল ভারতের।

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, শুভমন অসুস্থ। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকেরা। শুভমন এখন চণ্ডীগড়ের বাড়িতে রয়েছেন। তবে শুভমনের অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। উত্তরাঞ্চল এবং বিসিসিআই কর্তারা জানিয়েছেন, দলীপ ট্রফিতে শুভমনের খেলার সম্ভাবনা নেই। এশিয়া কাপের আগে ফর্মে থাকা ব্যাটারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ফলে উত্তরাঞ্চলকে দলীপ ট্রফি খেলতে হবে শুভমনকে ছাড়াই। উল্লেখ্য, শুভমনই ছিলেন উত্তরাঞ্চলের অধিনায়ক।

২৯ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে দলীপ ট্রফি। তার মধ্যেই ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। দলীপের শুধু প্রথম ম্যাচ খেলার কথা ছিল শুভমনের। সেই ম্যাচ খেলতে পারবেন না তিনি। আশা করা হচ্ছে, এশিয়া কাপের আগেই সুস্থ হয়ে যাবেন শুভমন। তাঁর খেলতে কোনও সমস্যা হবে না।

এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল। সেই ম্যাচ হওয়ার কথা ১৪ সেপ্টেম্বর। আগামী ৪ সেপ্টেম্বর ভারতীয় দলের আমিরশাহি পৌঁছে যাওয়ার কথা।

Advertisement
আরও পড়ুন