Shubman Gill

বুধবার দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না শুভমন, দ্বিতীয় টেস্টে গিল অনিশ্চিতই

কলকাতা ছেড়ে বুধবার ভারতীয় দল রওনা দেবে গুয়াহাটির উদ্দেশে। দলের সঙ্গে যাওয়া হচ্ছে না শুভমন গিলের। ভারত অধিনায়ককে থাকতে হবে কলকাতাতেই। শরীরের উন্নতি হলে তবেই গুয়াহাটি রওনা দিতে পারবেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২২:৫৮
cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

কলকাতা ছেড়ে বুধবার ভারতীয় দল রওনা দেবে গুয়াহাটির উদ্দেশে। তবে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না শুভমন গিলের। ভারত অধিনায়ককে থাকতে হবে কলকাতাতেই। শরীরের উন্নতি হলে তবেই গুয়াহাটি রওনা দিতে পারবেন তিনি। ভারতীয় দল ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছে নীতীশ কুমার রেড্ডিকে।

Advertisement

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে ঐচ্ছিক অনুশীলন রয়েছে ভারতের। সেখানে শুভমনকে দেখতে না পাওয়ারই সম্ভাবনা। তবে দলের বেশির ভাগ সদস্যই অনুশীলন করবেন বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছেন, “ওর ঘাড়ে তীব্র ব্যথা রয়েছে। এখনই শুভমনের চোটের ব্যাপারে বিস্তারিত বলার অনুমতি নেই আমাদের। একটানা নেক কলার পরে পরিস্থিতির উন্নতি করতে হবে।”

তিনি আরও বলেন, “আপাতত তিন-চার দিনের জন্য বিশ্রাম নিতে বলা হয়েছে শুভমনকে। এই পরিস্থিতিতে গুয়াহাটিতে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। তবে প্রতি দিন ওর শারীরিক অবস্থার পরীক্ষা করছি আমরা। মঙ্গলবারের মধ্যে পুরো ছবিটা অনেক স্পষ্ট হয়ে যাবে।”

উল্লেখ্য, বোর্ড সূত্রে জানা গিয়েছিল, শনিবার ঘুম থেকে ওঠার পরেই শুভমন ঘাড়ে ব্যথা অনুভব করেন। তার জন্য তিনি ব্যথা কমানোর ওষুধ খেয়েছিলেন। তাতেও লাভ হয়নি। ব্যাট করতে নামার আগেও তিনি ব্যথা কমানোর ওষুধ খেয়েছিলেন। নিজের তৃতীয় বলে সাইমন হারমারকে স্লগ সুইপ মারতে গিয়ে ঘাড়ে আবার ব্যথা শুরু হয়েছিল শুভমনের। সঙ্গে সঙ্গে মাঠে চলে এসেছিলেন ফিজিয়ো। পরীক্ষা করার পর শুভমনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। মাত্র তিন বল ক্রিজ়ে ছিলেন শুভমন। সমস্যা এতটাই যে ঘাড় ঘোরাতেই পারছিলেন না শুভমন। মেরুদণ্ডেও সমস্যা রয়েছে বলে জানা গিয়েছিল।

হাসপাতালে ভর্তি করানোর পর এমআরআই হয়েছিল শুভমনের। সেখানেও ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। এক বছর আগে এমনই একটি চোট পেয়েছিলেন শুভমন। তখনও এমআরআই করানো হয়েছিল। তখনকার এবং এখনকার এমআরআই-এর ফলাফলের মধ্যে মিল রয়েছে।

রবিবার সন্ধ্যায় হাসপাতালে ছাড়া হয়েছিল শুভমনকে। টিম হোটেলে ফিরে গিয়েছিলেন ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, রবিবার হাসপাতালের বিছানায় শুয়েই দলের হার দেখেছিলেন শুভমন। ভারত যে ভাবে ইডেন গার্ডেন্সে আড়াই দিনে টেস্ট হেরেছে তাতে মনমরা তিনি। শুভমন হয়তো ভাবছিলেন, তিনি থাকলে খেলার ফল অন্য হতে পারত। কারণ, দুই ইনিংসেই ১০ জনে ব্যাট করতে হয়েছে ভারতকে। সেই কারণে দলের হারে আরও কষ্ট হয়েছে অধিনায়কের।

রবিবার খেলা শেষে উডল্যান্ডস হাসপাতালে শুভমনকে দেখতে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি প্রথমে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে শুভমনের সঙ্গে ১০-১৫ মিনিট কথা হয় তাঁর। বাংলার ক্রীড়া সংস্থা সূত্রে খবর, সৌরভকে শুভমন জানিয়েছেন, হাসপাতালে দমবন্ধ লাগছে তাঁর। এই কঠিন সময়ে দলের সঙ্গে থাকতে চান তিনি। তাই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন