WPL

বিশ্বকাপ জয়ের পরেও মেয়েদের আইপিএলে চালু হচ্ছে না হোম-অ্যাওয়ে ফরম্যাট, পরের বছর দু’টি মাঠে হবে প্রতিযোগিতা

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের এক দিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই মাঠেই আবার মহিলাদের ক্রিকেট ফিরতে চলেছে। পরের বছর মহিলাদের প্রিমিয়ার লিগ হতে পারে সেই মাঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২২:৪৩
cricket

ডব্লিউপিএলের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

সপ্তাহ দুয়েক আগে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের এক দিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। সব ঠিক থাকলে সেই মাঠেই আবার মহিলাদের ক্রিকেট ফিরতে চলেছে। পরের বছর মহিলাদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) জন্য যে দু’টি মাঠ বেছে নেওয়া হয়েছে তার একটি হল নবি মুম্বইয়ের মাঠ। অপরটি বডোদরার কোটাম্বি স্টেডিয়াম।

Advertisement

ডব্লিউপিএল চতুর্থ বছরে পড়ছে পরের মরসুমে। এখনও হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে চালু হল না প্রতিযোগিতা। গত বার তিনটি মাঠে খেলা হয়েছিল। পরের বার দু’টি মাঠে খেলা হবে। ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইট জানিয়েছে, প্রথম ভাগ হবে নবি মুম্বইয়ে। দ্বিতীয় ভাগ এবং ফাইনাল হবে বডোদরায়।

আপাতত যা ঠিক হয়েছে, ৭ জানুয়ারি শুরু হবে প্রতিযোগিতা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বডোদরায় খেলা শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। তার আগে সেই মাঠে ১১ জানুয়ারি ভারত বনাম নিউ জ়িল্যান্ডের এক দিনের ম্যাচ হওয়ার কথা রয়েছে। এ বছর প্রতিযোগিতা হয়েছিল ফেব্রুয়ারি-মার্চে। তবে পরের বছর ফেব্রুয়ারিতে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। পাশাপাশি জাতীয় দলের খেলা এবং বিদেশের বাকি লিগগুলির কথা মাথায় রেখে জানুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে ডব্লিউপিএলের জন্য।

এখনও দল মালিকদের চূড়ান্ত ভাবে মাঠ নির্বাচনের কথা জানায়নি ভারতীয় বোর্ড। নিজেদের মধ্যেই আলোচনা চলছে। ২৭ নভেম্বর ডব্লিউপিএল নিলামের দিন আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হতে পারে। নবি মুম্বই এবং বডোদরার পাশাপাশি লখনউ এবং বেঙ্গালুরুতেও ডব্লিউপিএল হওয়ার কথা ছিল। তবে বোর্ড চাইছে দু’টি শহরে প্রতিযোগিতা আয়োজন করতে।

Advertisement
আরও পড়ুন