smriti mandhana set to marry

বিয়ে করছেন স্মৃতি মন্ধানা, বিশ্বকাপের মাঝেই ঘোষণা করে দিলেন হবু স্বামী, কবে এক হচ্ছে চার হাত?

দ্রুত বিয়ে করতে চলেছেন স্মৃতি মন্ধানা। আগামী কয়েক মাসের মধ্যেই চার হাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই জানা গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে। স্মৃতি যাঁকে বিয়ে করছেন, সেই পলাশ মুচ্ছলই এই খবর স্বীকার করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৬
cricket

স্মৃতি মন্ধানা। — ফাইল চিত্র।

দ্রুত বিয়ে করতে চলেছেন স্মৃতি মন্ধানা। আগামী কয়েক মাসের মধ্যেই চার হাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই জানা গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে। স্মৃতি যাঁকে বিয়ে করছেন, সেই পলাশ মুচ্ছলই এই খবর স্বীকার করেছেন। জানিয়েছেন, দ্রুতই ইনদওরের পুত্রবধূ হতে চলেছেন স্মৃতি।

Advertisement

দীর্ঘ দিন ধরেই পলাশ এবং স্মৃতির সম্পর্ক নিয়ে চর্চা চলছে। দু’জনের কেউই আগে সে কথা স্বীকার করেননি। তবে সমাজমাধ্যমে মাঝেমাঝেই দু’জনকে একসঙ্গে ছবি দিতে দেখা গিয়েছে। এই প্রথম দু’জনের কেউ সম্পর্কের কথা স্বীকার করলেন।

গত শুক্রবার ইনদওরের প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে পলাশকে প্রশ্ন করা হয় স্মৃতির সঙ্গে সম্পর্ক নিয়ে। পরিচালক পলাশ বলেন, “খুব শীঘ্রই ও ইনদওরের পুত্রবধূ হতে চলেছে। এটুকুই আমার বলার।” কিছু ক্ষণ চুপ করে থেকে তিনি আবার বলেন, “আমি কিন্তু আপনাদের শিরোনাম দিয়ে দিলাম।”

উল্লেখ্য, এই মুহূর্তে মহিলাদের বিশ্বকাপে খেলছেন স্মৃতি। রবিবার তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছেন। বিশ্বকাপের জন্য স্মৃতি এবং ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন পলাশ। বলেছেন, “ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং স্মৃতির জন্য শুভেচ্ছা রইল। আমরা সকলে চাই ভারত সব ম্যাচ জিতুক এবং দেশকে সাফল্য এনে দিক।”

প্রসঙ্গত, পলাশের বোন বলিউডের নামকরা গায়িকা পলক মুচ্ছল। পলাশ নিজে একাধিক সিনেমার জন্য গান তৈরি করেছেন। এই মুহূর্তে ‘রাজু বাজেওয়ালা’ নামে একটি সিনেমা তৈরির কাজে ব্যস্ত। সেই ছবি ‘বালিকা বধূ’ খ্যাত অভীকা গোর এবং ‘পঞ্চায়েত’ খ্যাত চন্দন রায় রয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ বছরের শেষে বা পরের বছরের শুরুতে স্মৃতি-পলাশের চার হাত এক হতে পারে। যে মুহূর্তে ভারতের কোনও খেলা থাকবে এবং পলাশও ফাঁকা থাকবেন, তখনই বিয়ের সম্ভাবনা রয়েছে।

Advertisement
আরও পড়ুন