IPL 2025

নিষিদ্ধ হওয়ার আশঙ্কা, তবু কেন পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে খেলবেন দক্ষিণ আফ্রিকার বশ?

পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ শাস্তি দিতে পারে জানেন। তবু আইপিএলেই খেলতে চান দক্ষিণ আফ্রিকার তরুণ জোরে বোলার কর্বিন বশ। কারণ হিসাবে নির্দিষ্ট লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৯:০৫
picture of Corbin Bosch

কর্বিন বশ। ছবি: এক্স (টুইটার)।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে দিন দুযেক আগেই আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন কর্বিন বশ। পেশোয়ার জ়ালমির হয়ে না খেলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরার সিদ্ধান্ত নেওয়ায় বিতর্কে জড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার। চুক্তি ভঙ্গের অভিযোগে তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন পিএসএল কর্তৃপক্ষ। তবু আইপিএলে খেলার সিদ্ধান্তে অনড় বশ। কেন এমন করলেন তিনি? আইপিএল শুরুর তিন আগে মুখ খুলেছেন বশ।

Advertisement

পিএসএল কর্তৃপক্ষ তাঁকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন। তবু নিজের ক্রিকেটজীবনের স্বার্থে সিদ্ধান্ত বদলাতে রাজি নন বশ। মুম্বই ইন্ডিয়ান্স সূত্রে খবর, ঘনিষ্ঠ মহলে প্রোটিয়া ক্রিকেটার জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। বশ মনে করেছেন, পিএসএলের পরিবর্তে আইপিএলে খেললে তাঁর ক্রিকেট-ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সাফল্য পেলে অনেক বেশি প্রচার পাবেন। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাবেন। তাতে শেখার সুযোগও বেশি। ক্রিকেটার হিসাবে নিজেকে উন্নত করার জন্যই মুম্বই ইন্ডিয়ান্সের প্রস্তাব লুফে নিয়েছেন।

পিএসএল কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন নন দক্ষিণ আফ্রিকার তরুণ বোলার। মুম্বইয়ের হয়ে আইপিএলে নিজের সেরাটা দেওয়াই তাঁর লক্ষ্য। প্রতিযোগিতার মানের নিরিখেও আইপিএলকে অনেক এগিয়ে রাখছেন তিনি।

Advertisement
আরও পড়ুন