Duleep Trophy

বোর্ডের নতুন নিয়ম প্রথম বার দেখা গেল দলীপ ট্রফিতে, ফাইনালে মধ্যাঞ্চলের সামনে দক্ষিণাঞ্চল

ঘরোয়া ক্রিকেটে গুরুতর চোট পাওয়া ক্রিকেটারের পরিবর্ত নামানোর জন্য চালু করা হয়েছিল ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট’ নিয়ম। সেই নিয়ম প্রথম বার দেখা গেল রবিবার। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চল বনাম মধ্যাঞ্চল ম্যাচে এই ঘটনা দেখা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৯
cricket

জয়ের পর সাজঘরে ফিরছেন মধ্য়াঞ্চলের ক্রিকেটারেরা। ছবি: পিটিআই।

ইংল্যান্ড সিরিজ়‌ে ঋষভ পন্থ চোট পাওয়ার পর নতুন নিয়ম চালু করেছিল ভারতীয় বোর্ড। গুরুতর চোট পাওয়া ক্রিকেটারের পরিবর্ত নামানোর জন্য চালু করা হয়েছিল ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট’ নিয়ম। সেই নিয়ম প্রথম বার দেখা গেল রবিবার। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চল বনাম মধ্যাঞ্চল ম্যাচে এই ঘটনা দেখা গিয়েছে। পশ্চিমাঞ্চলের হার্ভিক দেসাইয়ের পরিবর্ত হিসাবে নামেন সৌরভ নওয়ালে। ফাইনালে মধ্যাঞ্চলের সামনে দক্ষিণাঞ্চল।

Advertisement

পশ্চিমাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে ওপেন করেছিলেন হার্ভিক। মাত্র এক রান করে ফিরে যান। মধ্যাঞ্চলের ইনিংসের সময় তিনিই উইকেটকিপিং করেন। তবে কোয়াড্রিসেপসে চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যান তিনি। তাঁর জায়গায় নামেন নওয়ালে। যদিও পশ্চিমাঞ্চলের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রান করেছেন তিনি।

এ দিকে, প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চলের তোলা ৪৩৮-এর জবাবে মধ্যাঞ্চল তোলে ৬০০। তাদের কোনও ব্যাটারই শতরান করতে পারেননি। তবে প্রায় সকলেই অবদান রেখেছেন। ছ’জন অর্ধশতরান করেছেন। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল মধ্যাঞ্চলের। দ্বিতীয় ইনিংসে পশ্চিমাঞ্চল তোলে ২১৬/৮। অর্ধশতরান করেন যশস্বী জয়সওয়াল (৬৪)। নির্ধারিত সময়ের আগেই দুই দল খেলা শেষ করতে রাজি হয়ে যায়।

একই জিনিস দেখা গিয়েছে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণাঞ্চল বনাম উত্তরাঞ্চলের ম্যাচে। দক্ষিণাঞ্চলের ৫৩৬ রানের জবাবে প্রথম ইনিংসে উত্তরাঞ্চল তোলে ৩৬১। শতরান করেন ওপেনার শুভম খাজুরিয়া (১২৮)। জবাবে দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চলের স্কোর যখন ৯৫/১, তখন দুই দল খেলা শেষ করতে রাজি হয়ে যায়।

আগামী ১১ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে ফাইনালে খেলবে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল।

Advertisement
আরও পড়ুন