KL Rahul and Athiya Shetty

আইপিএল চলার সময়েই বাবা হবেন কেএল রাহুল, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে সুখবর শ্বশুর সুনীল শেট্টির

শুক্রবার দুবাইয়ে ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন কেএল রাহুল। সাংবাদিক বৈঠকও করেছেন তিনি। তার কয়েক ঘণ্টার মধ্যেই সুখবর দিলেন তাঁর শ্বশুর তথা অভিনেতা সুনীল শেট্টি। জানালেন, এপ্রিলেই বাবা হতে চলেছেন রাহুল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৯
cricket

আথিয়া শেট্টি (বাঁ দিকে) এবং কেএল রাহুল। ছবি: সমাজমাধ্যম।

শুক্রবার দুবাইয়ে ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন কেএল রাহুল। সাংবাদিক বৈঠকও করেছেন তিনি। তার কয়েক ঘণ্টার মধ্যেই সুখবর দিলেন তাঁর শ্বশুর তথা অভিনেতা সুনীল শেট্টি। জানালেন, এপ্রিলেই বাবা হতে চলেছেন রাহুল। অর্থাৎ আইপিএলের মাঝেই রাহুল বাবা হবেন।

Advertisement

গত বছরের নভেম্বরে মাতৃত্বের ঘোষণা করেছিলেন রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। তবে কবে সন্তানের জন্ম হবে সে বিষয়ে ধোঁয়াশাই রেখেছিলেন। তা ফাঁস করে দিয়েছেন সুনীল। একটি পডকাস্টে কথোপকথনের ফাঁকে সুনীল জানিয়েছেন, এপ্রিলেই রাহুল-আথিয়ার সন্তানের জন্ম হবে।

সুনীল জানিয়েছেন, এখন তিনি হবু নাতি-নাতনিদের নিয়ে কথা বলতেই বেশি ভালবাসেন। নৈশভোজে শেট্টি পরিবারের মধ্যে কী কথা হয় তা জানতে চাওয়া হয়েছিল সুনীলের কাছে। তাঁর উত্তর, “এখন শুধু হবু নাতি-নাতনিদের নিয়েই কথা হয়। আর কোনও বিষয়েই আলোচনা করি না। কারণ অন্য কোনও আলোচনা চাই-ই না। আপাতত এপ্রিলে আথিয়ার সন্তানের জন্মের জন্য উত্তেজিত হয়ে অপেক্ষা করছি।”

মাতৃত্বের এই পর্বে আথিয়ার আচরণেরও প্রশংসা করেছেন সুনীল। বলেছেন, “এই মুহূর্তটায় সব কিছুই সন্তানকে ঘিরে আবর্তিত হয়। সে ছেলে হোক কি মেয়েই হোক, আমাদের কিছুই যায়-আসে না। আমি বরাবর বিশ্বাস করে এসেছি, অন্তঃসত্ত্বা থাকার সময়েই মানাকে (সুনীলের স্ত্রী) সবচেয়ে বেশি সুন্দরী লাগত। এখন আথিয়াকে দেখেও সেটাই মনে হয়।”

Advertisement
আরও পড়ুন