India VS England Test Series

বুমরাহ, সিরাজদের লজ্জা! ১০ বছর পর আবার বিদেশের মাটিতে ভারতের বোলারদের বিরুদ্ধে ৫০০ রান

ম্যাঞ্চেস্টারে হতাশ করেছে ভারতের বোলিং। নিজেদের প্রথম ইনিংসে ৫০০-র বেশি রান করেছে ইংল্যান্ড। ১০ বছর পর আবার বিদেশের মাটিতে ৫০০-র বেশি রান উঠেছে ভারতের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১২:১৩
cricket

মহম্মদ সিরাজ (বাঁ দিকে) ও জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

দীর্ঘ দিন পর এতটা খারাপ পারফরম্যান্স ভারতের বোলিং আক্রমণের। ম্যাঞ্চেস্টারে হতাশ করেছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজেরা। নিজেদের প্রথম ইনিংসে ৫০০-র বেশি রান করেছে ইংল্যান্ড। ১০ বছর পর আবার বিদেশের মাটিতে ৫০০-র বেশি রান উঠেছে ভারতের বিরুদ্ধে।

Advertisement

শেষ ২০১৫ সালে সিডনিতে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ৫৭২ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচ অবশ্য ড্র হয়েছিল। তার পর থেকে বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ৫০০-র বেশি রান কোনও দল করতে পারেনি। সেটাই করলেন জো রুট, বেন স্টোকসেরা।

ইংল্যান্ডের বড় ইনিংসের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রুটের। ১৫০ রান করেছেন তিনি। টেস্টে নিজের ৩৮তম শতরান করেছেন ইংরেজ ব্যাটার। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন বেন ডাকেট। ৯৪ রানে আউট হয়েছেন তিনি। জ্যাক ক্রলি করেছেন ৮৪ রান। ওলি পোপের ব্যাট থেকে এসেছে ৭১ রান। এখনও ৭৭ রানে অপরাজিত রয়েছেন স্টোকস। আপাতত ৭ উইকেটে ৫৪৪ রান করেছে ইংল্যান্ড। এখন দেখার অস্ট্রেলিয়ার করা ৫৭২ রান তারা টপকাতে পারে কি না।

ভারতের বোলারেরা দাগ কাটতে পারেননি। বুমরাহ ২৮ ওভারে ৯৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। সিরাজ ২৬ ওভারে দিয়েছেন ১১৩ রান। তিনিও ১ উইকেট নিয়েছেন। অভিষেক টেস্ট খেলতে নামা অংশুল কম্বোজ ১৮ ওভারে ৮৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। শার্দূল ঠাকুর ১১ ওভারে ৫৫ রান দিয়েছেন। রবীন্দ্র জাডেজা ৩৩ ওভারে ১১৭ রান দিয়েছেন। তিনি ২ উইকেট নিয়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র নজর কেড়েছেন ওয়াশিংটন সুন্দর। ১৯ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।

১০ বছর আগে সিডনি টেস্ট ড্র হলেও ম্যাঞ্চেস্টারে এই টেস্টে চাপে রয়েছে ভারত। এখনই ইংল্যান্ডের লিড ১৮৬ রান। এখনও দু’দিনের খেলা বাকি রয়েছে। এই পরিস্থিতিতে চতুর্থ দিন যদি ভারত ম্যাচে ফিরতে না পারে, তা হলে সমস্যা আরও বাড়বে ভারতের। এই টেস্ট হারলেই সিরিজ় হেরে যাবে ভারত। টেস্ট বাঁচাতে দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করতে হবে শুভমন গিলদের। এখন দেখার, ভারত খেলায় ফিরতে পারে কি না।

Advertisement
আরও পড়ুন