India Vs Australia Series 2025

টানা ১৮ এক দিনের ম্যাচে টসে হার, বিশ্বরেকর্ড ক্রমশ মজবুত করছে ভারত!

সিডনিতেও টস হেরেছেন শুভমন গিল। চলতি সিরিজ়ে তৃতীয় বার। এক দিনের ক্রিকেটে টানা ১৮ ম্যাচ টস হারল ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ০৯:৩৬
cricket

সিডনিতে টসের সময় ভারত অধিনায়ক শুভমন গিল (বাঁ দিকে) ও অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ছবি: এক্স।

শুরুটা হয়েছিল ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনাল থেকে। তার পর থেকে তা চলছে। ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, এক দিনের ক্রিকেটে ভারতের অধিনায়কদের টসভাগ্য একই। টানা ১৮ এক দিনের ম্যাচ হারল ভারত। রোহিত শর্মা থেকে শুভমন গিল, ছবিটা বদলাচ্ছে না।

Advertisement

সিডনিতেও টস হেরেছেন শুভমন। চলতি সিরিজ়ের তিন ম্যাচেই টস হেরেছেন তিনি। তাঁর আগে ১৫টি ম্যাচে টস হেরেছিলেন রোহিত। ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৫ অক্টোবর, প্রায় ২ বছর ধরে একটি এক দিনের ম্যাচেও টস জিততে পারেনি ভারত। আগেই বিশ্বরেকর্ড হয়ে গিয়েছিল। সেই বিশ্বরেকর্ড ক্রমশ মজবুত হচ্ছে।

তবে টস হারলেও ভারতের ম্যাচের ভাগ্য অতটা খারাপ নয়। গত ১৭ ম্যাচের মধ্যে ১০টিতে ভারত জিতেছে। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাই দলের জয়-হারের পরিসংখ্যান ভাল। তবে দ্বিপাক্ষিক সিরিজ়ে ভারত খুব একটা ভাল খেলতে পারছে না।

অস্ট্রেলিয়াতেও সেই ছবি দেখা গিয়েছে। পার্‌থে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে সমস্যায় পড়েছে ভারত। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচ ৭ উইকেটে হেরেছে তারা। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে লড়াই করেছে ভারত। তার পরেও ২ উইকেটে হারতে হয়েছে। সিডনিতে তৃতীয় ম্যাচ হারলে সিরিজ় চুনকাম হবে ভারতের। ৪১ বছর পর লজ্জার নজির গড়বে তারা। ভারতের পাশাপাশি নজর রয়েছে রোহিত ও বিরাট কোহলির উপরেও। রোহিত আগের ম্যাচে রান করেছেন। কোহলি দু’টি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। সিডনিতে তাঁরা কেমন খেলেন, সে দিকে নজর সকলের।

Advertisement
আরও পড়ুন