ICC Champions Trophy 2025

দুবাইয়ের মাঠে এক মাসে ১৫ ম্যাচ! পিচ নিয়ে কতটা চিন্তা, রোহিতদের জন্য কী জানালেন মাঠকর্মী?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। গত এক মাসে এই মাঠে ১৫টি ম্যাচ হয়েছে। সেখানে পিচের হাল কেমন? কোন পিচে খেলবেন রোহিত শর্মারা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১২
cricket

দুবাইয়ের এই মাঠেই হবে ভারতের সব ম্য়াচ। —ফাইল চিত্র।

তিন দিন পরেই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। গত এক মাসে এই মাঠে ১৫টি ম্যাচ হয়েছে। সেখানে পিচের হাল কেমন? কোন পিচে খেলবেন রোহিত শর্মারা?

Advertisement

গত কয়েক মাসে দুবাইয়ে অনেক ম্যাচ হয়েছে। মহিলদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হয়েছে। সব শেষে হয়েছে আমিরশাহি টি-টোয়েন্টি লিগ। দুবাইয়ের মাঠে প্রতিযোগিতার ১৫টি ম্যাচ হয়েছে।

প্রশ্ন হচ্ছে, এতগুলি ম্যাচ হওয়ার পরে সেখানে নতুন, তাজা পিচ পাওয়া মুশকিল। ব্যবহৃত পিচে খেলা সমস্যা। কারণ, তাতে গতি ও বাউন্স কমে যায়। তবে ভারতকে চিন্তা করতে হবে না। কারণ, সংবাদ সংস্থা পিটিআইকে দুবাইয়ের মাঠের এক আধিকারিক জানিয়েছেন, ভারত নতুন পিচেই খেলবে।

ওই অধিকারিক জানিয়েছেন, দুবাইয়ের মাঠে পাশাপাশি ১০টি পিচ রয়েছে। আমিরশাহি টি-টোয়েন্টি লিগের ১৫টি ম্যাচ খেলা হয়েছে আটটি পিচে। দু’টি পিচকে নতুন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ভারতের ম্যাচের কথা ভেবেই সেই নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে ভারতকে পুরনো পিচে খেলতে হবে না।

শনিবারই দুবাইয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রবিবার থেকে দুবাই ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে তারা। দুবাইয়ের কথা মাথায় রেখে দলে পেসার ও স্পিনারদের ভারসাম্য রেখেছে ভারত। তিন বিশেষজ্ঞ পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনারকে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এক পেসার-অলরাউন্ডার ও তিন স্পিনার-অলরাউন্ডার রয়েছেন দলে। যে কোনও পিচে যাতে প্রথম একাদশ নামাতে সমস্যা না হয় সেই ব্যবস্থা রেখেছেন গৌতম গম্ভীরেরা।

Advertisement
আরও পড়ুন