Mumbai Indians New York in MLC

চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স! কেকেআরের ব্যাটারের হাত ধরে আরও এক ট্রফি অম্বানীদের দলের

আইপিএলের পাশাপাশি বিদেশের টি-টোয়েন্টি লিগেও সফল মুম্বই ইন্ডিয়ান্স। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৪:২৫
cricket

চ্যাম্পিয়ন হওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের ক্রিকেটারদের উল্লাস। ছবি: সমাজমাধ্যম।

টি-টোয়েন্টি লিগে সাফল্যের ধারা অব্যাহত মুম্বই ইন্ডিয়ান্সের। আইপিএলের পাশাপাশি বিদেশের টি-টোয়েন্টি লিগও জিতছে তারা। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক। এই প্রতিযোগিতার তিন মরসুমের মধ্যে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। আরও একটা ট্রফি ঢুকেছে মুকেশ অম্বানীদের দলে।

Advertisement

সোমবার ভোরে ডালাসের মাঠে ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে টান টান ম্যাচে ৫ রানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে মুম্বই। তাদের হয়ে সর্বাধিক রান করেন কুইন্টন ডি’কক। আইপিএলে কেকেআরের হয়ে খেলা ক্রিকেটার ৪৬ বলে ৭৭ রান করেন। অধিনায়ক নিকোলাস পুরান করেন ২১ রান। মুম্বইয়ের ইনিংসকে শেষ দিকে গতি দেন কুঁয়রজিৎ সিংহ। ১৩ বলে ২২ রান করেন তিনি। ওয়াশিংটনের বোলারদের মধ্যে লকি ফার্গুসন ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল চার ওভারে দেন ৪৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয় ওয়াশিংটনের। শূন্য রানে ২ উইকেট পড়ে যায় তাদের। সেখান থেকে দলকে টানেন রাচিন রবীন্দ্র ও জ্যাক এডওয়ার্ডস। তাঁদের মধ্যে ৮৪ রানের জুটি হয়। ইনিংসের ১৬তম ওভারে রাচিন আউট হওয়ায় বড় ধাক্কা খায় ওয়াশিংটন। কিন্তু তখনও ছিলেন গ্লেন ফিলিপ্স ও ম্যাক্সওয়েল। ফলে মুম্বইয়ের জয় নিশ্চিত ছিল না। ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে মুম্বই।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। ২২ বছরের রুশিল উগারকরের হাতে বল তুলে দেন পুরান। নজর কাড়েন উগারকর। দুই অভিজ্ঞ ব্যাটার ফিলিপ্স ও ম্যাক্সওয়েল তাঁর বলে বড় শট মারতে পারেননি। ম্যাক্সওয়েলকে ১৫ রানের মাথায় আউটও করেন তিনি। শেষ পর্যন্ত ৫ রানে হারে ওয়াশিংটন। ৪৮ রান করে অপরাজিত থাকেন ফিলিপ্স।

এ বারের প্রতিযোগিতার শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। প্রথম সাত ম্যাচে একটা জিতেছিল তারা। পরের তিনটে ম্যাচের মধ্যে দুটো জিতে প্লে-অফে ওঠে তারা। অন্য দিকে গ্রুপ পর্বে ১০টার মধ্যে আটটা ম্যাচ জিতে শীর্ষে শেষ করেছিল ওয়াশিংটন। কিন্তু ফাইনালে হারতে হল তাদের।

আইপিএলেও পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। তবে শেষ ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। পরের পাঁচ বছরে ট্রফি আসেনি। পাঁচ বার ট্রফি জেতানো অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করেও ছবিটা বদলায়নি। এ বার প্লে-অফে উঠেছিল মুম্বই। কিন্তু এলিমিনেটরে হেরে বিদায় নিতে হয় তাদের। চলতি মরসুমে আইপিএলে ব্যর্থ হলেও বিদেশের লিগে ট্রফি জিতল মুম্বই।

Advertisement
আরও পড়ুন