Cricket Record

পর পর দু’ওভারে দুই হ্যাটট্রিক! ক্রিকেটে নতুন নজির ৩৭ বছরের ভারতীয় বংশোদ্ভুত স্পিনারের

কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচে কিশোর কুমার সাধকের বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জন বোল্ড হয়েছেন। এক জন ক্যাচ আউট হয়েছেন। পাঁচ জন আউট হয়েছেন শূন্য রানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৩:০৮
Picture of  Kishore Kumar Sadhak

কিশোর কুমার সাধক। ছবি: সংগৃহীত।

ক্রিকেটের ইতিহাসে যা কখনও হয়নি, তাই করে দেখালেন কিশোর কুমার সাধক। ৩৭ বছরের স্পিনার একই ইনিংসে পর পর দু’ওভারে হ্যাটট্রিক করলেন। ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ষষ্ঠ ডিভিশনের ম্যাচে।

Advertisement

ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে কেসগ্রেভের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। এই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন কিশোর। দু’বার হ্যাটট্রিক করে ৬ উইকেট নিয়েছেন। নিজের পর পর দু’ওভারে হ্যাটট্রিক করে প্রতিপক্ষের ইনিংসে ধস নামিয়ে দেন। ম্যাচে ২১ রানে ৬ উইকেট তাঁর। কিশোরের বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনই বোল্ড হয়েছেন। এক জন ক্যাচ আউট হয়েছেন। পাঁচ জন আউট হয়েছেন শূন্য রানে।

নজির গড়ে উচ্ছ্বসিত কিশোর বলেছেন, ‘‘ষষ্ঠ ব্যাটারকে বোল্ড করার সময় যেন আকাশে উড়ছিলাম। এটা অবিশ্বাস্য। খেলা শেষ হওয়ার পর প্রচুর ফোন পেয়েছি। দলের সকলে খেতে গিয়েছিলাম। খুব মজা করেছি। প্রায় আড়াই ঘণ্টা রেস্তরাঁয় ছিলাম আমরা। দারুণ দারুণ সব মুহূর্ত কাটাচ্ছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘এই পারফরম্যান্সটা ভীষণ উপভোগ করছি। তবে বহু ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্স রয়েছে। তাই নিজেকে বিশেষ কেউ বা আলাদা ভাবতে পারছি না।’’

এক ম্যাচে জোড়া হ্যাটট্রিক ক্রিকেটে বিরল। এর আগে এমন নজির রয়েছে দু’টি। ২০১৭ সালে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলতে নেমে জোড়া হ্যাটট্রিক করেছিলেন মিচেল স্টার্ক। প্রথম ঘটনাটি ১১৩ বছর আগের। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জিমি ম্যাথিউস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া হ্যাটট্রিক করেছিলেন। এই দুই ক্ষেত্রেই ম্যাচের দু’টি ইনিংসে একটি করে হ্যাটট্রিক করেছিলেন স্টার্ক এবং ম্যাথিউস। ফলে কিশোর তাঁদের কীর্তি ছোঁয়ার পাশাপাশি একটি নতুন নজিরও গড়েছেন। ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসাবে এক ম্যাচের একই ইনিংসে জোড়া হ্যাটট্রিক করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন