Saaniya Chandhok

অর্জুনের সঙ্গে বাগ্‌দানের আগেই তেন্ডুলকর পরিবারের ‘সদস্য’ সানিয়া! হবু ননদ সারার পাশে বিশেষ মুহূর্তে

গত বুধবার অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চন্দোকের বাগ্‌দান অনুষ্ঠান হয় ঘরোয়া ভাবে। দুই পরিবারের ঘনিষ্ঠ পরিজন এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। তার পর থেকেই সচিন-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে অর্জুন-সানিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৫:৫১
Picture of Arjun Tendulkar and Saaniya Chandhok

(বাঁ দিকে) অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চন্দোক (ডান দিকে)। ছবি: এক্স।

দু’দিন আগেই অর্জুন তেন্ডুলকরের সঙ্গে বাগ্‌দান হয়েছে সানিয়া চন্দোকের। আগে থেকেই তেন্ডুলকর পরিবারের সঙ্গে মিশে গিয়েছেন মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। হবু ননদ সারা তেন্ডুলকরের পাইলেটস (ফিটনেস সংক্রান্ত) অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে সানিয়াও উপস্থিত ছিলেন সকলের সঙ্গে।

Advertisement

বাগ‌্‌দানের পর থেকেই আগ্রহের কেন্দ্রে অর্জুন-সানিয়া। তাঁদের সম্পর্কের সমীকরণ, বয়স মাপার চেষ্টা করছেন সচিন তেন্ডুলকরের অনুরাগীরা। এর মধ্যেই ভাইরাল হয়েছে একটা পুরনো অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো। আন্ধেরিতে সারার পাইলেটস অ্যাকাডেমির উদ্বোধনে তেন্ডুলকর পরিবারের সকলের সঙ্গে সানিয়াও ছিলেন। সচিন, অঞ্জলি তেন্ডুলকর, সারা, অর্জুনের সঙ্গে ছিলেন সানিয়া। ওই অনুষ্ঠানে পরিবারের সদস্যেরা ছাড়া অল্প কয়েক জন ঘনিষ্ঠ উপস্থিত ছিলেন। সানিয়াকে সেই অনুষ্ঠানে বিভিন্ন কাজে সাহায্য করতেও দেখা গিয়েছে। সকলকেই একসঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে। সানিয়া যে বাগ্‌দানের আগে থেকেই তেন্ডুলকর পরিবারের একজন হয়ে উঠেছেন, তা ওই অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো থেকেই পরিষ্কার। মুম্বইয়ে ব্যবসায়িক সাফল্যের পর দুবাইয়েও একটি শাখা খুলেছেন সারা।

গত বুধবার অর্জুন এবং সানিয়ার বাগ্‌দান অনুষ্ঠান হয় ঘরোয়া ভাবে। দুই পরিবারের ঘনিষ্ঠ পরিজন এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। অর্জুন এখন গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। আইপিএল খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। সানিয়া পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর নিজস্ব সংস্থাও রয়েছে।

Advertisement
আরও পড়ুন