India vs Australia

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা হয়তো আজই

আমদাবাদে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্টের তৃতীয় দিন চলাকালীন দুপুরে নির্বাচকেরা দলগঠনের বৈঠকে বসতে পারেন। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ০৭:৪৯
অপেক্ষা: বিরাট-রোহিত ফিরতে পারেন ওয়ান ডে দলে।

অপেক্ষা: বিরাট-রোহিত ফিরতে পারেন ওয়ান ডে দলে। —ফাইল চিত্র।

ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু ১৯ অক্টোবর। সে দলে হয়তো ফিরতে চলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁদের ২২ গজে আবার দেখার জন্য মুখিয়ে সমর্থকরা। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা হতে পারে আজ, শনিবার।

আমদাবাদে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্টের তৃতীয় দিন চলাকালীন দুপুরে নির্বাচকেরা দলগঠনের বৈঠকে বসতে পারেন। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। রোহিত ও কোহলির পাশাপাশি নজর থাকবে ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্যের উপরে। চোট কাটিয়ে উঠে তাঁরা ফিরতে পারেন কি নাসেটাই দেখার।

এশিয়া কাপের ফাইনালের আগে চোট পেয়েছিলেন হার্দিক। যে কারণে পাকিস্তানের বিরুদ্ধে তিনি খেলতে পারেননি ফাইনালে। অস্ট্রেলিয়া সফরের জন্য তিনি তৈরি হয়ে উঠতে পারবেন, আশায় ভক্তরা।

তিনটি এক দিনের ম্যাচের পাশাপাশি পাঁচটি টি-টোয়েন্টিও রয়েছে। সেই দলও হয়তো ঘোষণা করা হবে শনিবার।

আরও পড়ুন