Ilt20 league

আমিরশাহি লিগে ঝামেলা! রেগে লাল পোলার্ড তেড়ে গেলেন পাক বোলারের দিকে, সামলাতে আসরে বাংলাদেশের শাকিব, উত্তপ্ত ফাইনাল

রবিবার আইএল টি-টোয়েন্টি ফাইনালে মুখোমুখি হয়েছিল এমআই এমিরেটস এবং ডেজার্ট ভাইপার্স। সেই ম্যাচে পাক বোলার নাসিম শাহের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের কায়রন পোলার্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৭:৪২
picture of cricket

(বাঁ দিকে) কায়রন পোলার্ড এবং নাসিম শাহ (ডান দিকে)। তর্কাতর্কির সময়। ছবি: এক্স।

মাঠে মেজাজ হারালেন কায়রন পোলার্ড। আইএল টি-টোয়েন্টি ফাইনালে তর্কাতর্কিতে জড়ালেন নাসিম শাহের সঙ্গে। এমআই এমিরেটসের ইনিংসের ১১তম ওভারের পর পাকিস্তানের জোরে বোলারের দিকে এগিয়ে যান ক্ষুব্ধ পোলার্ড। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন অন্য ক্রিকেটারেরা এবং মাঠের দুই আম্পায়ার।

Advertisement

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দুই ক্রিকেটারের তর্কাতর্কির ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, নাসিম ওভার শেষ করার পর তাঁকে কিছু বলছেন ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার। তাঁকে পাল্টা জবাব দেন পাক পেসার। তার আগে নাসিমের করা ওভারের শেষ বলটি পোলার্ডের পায়ে লেগে ব্যাটে লাগে। আউটের হালকা আবেদন করেন নাসিম। তিনি অবশ্য বুঝতে পারেন, বল লেগ স্টাম্পের বাইরে ছিল। নাসিমের মুখে সে সময় কিছুটা বিদ্রুপের হাসি দেখা যায়। তাতেই রেগে যান পোলার্ড। কিছু বলতে বলতে এগিয়ে যান নাসিমের দিকে। পাক বোলার পাল্টা জবাব দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পোলার্ডকে শান্ত করতে এগিয়ে আসেন তাঁর সতীর্থ শাকিব আল হাসান। ডেজার্ট ভাইপার্সের অন্য ক্রিকেটারেরাও এগিয়ে আসেন। তাঁরা নাসিমকে দূরে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি সামলাতে এগিয়ে যান দুই আম্পায়ারও। দূরে চলে যাওয়ার পরও দুই ক্রিকেটারকে পরস্পরের উদ্দেশে কিছু বলতে দেখা গিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। পরে নাসিমের বলেই আউট হন পোলার্ড।

পোলার্ড মাথা গরম করলেও দলকে অবশ্য জেতাতে পারেনি। প্রথমে ব্যাট করে সাম কারেনের ডেজার্ট ভাইপার্স ৪ উইকেটে ১৮২ রান করে। ৫১ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন কারেন। ৩২ বলে ৪১ রান করেন ম্যাক্স হল্ডেন। জবাবে এমআই এমিরেটসের ইনিংস ১৮.৩ ওভারে ১৩৬ রানে শেষ হয়। অধিনায়ক পোলার্ড করেন ২৮ বলে ২৮। শাকিবের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩৬ রান। ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন নাসিম।

Advertisement
আরও পড়ুন