Matthew Forde

বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ফোর্ড, ডিভিলিয়ার্সের ১০ বছরের পুরনো রেকর্ড স্পর্শ ক্যারিবিয়ান ব্যাটারের

২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৬ বলে ৫০ রান করে এক দিনের আন্তর্জাতিকে দ্রুততম অর্ধশতরানের বিশ্বরেকর্ড গড়েছিলেন এবি ডিভিলিয়ার্স। ১০ বছর তাঁর কীর্তিতে ভাগ বসালেন ম্যাথু ফোর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ০০:০৮
Picture of Matthew Forde

নজির গড়ার পর ম্যাথু ফোর্ড। ছবি: এক্স (টুইটার)।

এক দিনের ক্রিকেটে এবি ডিভিলিয়ার্সের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড স্পর্শ করলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাথু ফোর্ড। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৯ বলে ৫৮ রানের ইনিংস খেলার পথে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের কীর্তি ছুঁলেন ক্যারিবিয়ান ক্রিকেটার।

Advertisement

আয়ারল্যান্ডের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ফোর্ড। তিনি নামার সময় ওয়েস্ট ইন্ডিজ়ের রান ছিল ৪৩.১ ওভারে ৬ উইকেটে ২৬৪। সপ্তম উইকেটে তিনি জুটি বাধেন জাস্টিন গ্রেভসের সঙ্গে। তাঁদের জুটিতে ২২ বলে ওঠে ৬৮ রান তার মধ্যে ৫৮ রানই এসেছে ফোর্ডের ব্যাট থেকে। ১৬ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেই ১৬ বলে ৫০ রান করে এক দিনের আন্তর্জাতিকে দ্রুততম অর্ধশতরানের বিশ্বরেকর্ড গড়েছিলেন ডিভিলিয়ার্স। ১০ বছর পর তাঁর কীর্তিতে ভাগ বসালেন ফোর্ড। এ দিন ফোর্ডের ইনিংসে ছিল ২টি চার এবং আটটি ছক্কা। তাঁর দাপটে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ়। তিন নম্বের নেমে ১০২ রানের ইনিংস খেলেছেন কেসি কার্টি।

এক দিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের তালিকায় যুগ্ম ভাবে শীর্ষে রইলেন ডিভিলিয়ার্স এবং ফোর্ড। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন চার জন। শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য, কুশল পেরেরা, নিউ জ়িল্যান্ডের মার্টিন গাপ্টিল এবং ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের ১৭ বলে ৫০ রান করার নজির রয়েছে এক দিনের ক্রিকেটে।

Advertisement
আরও পড়ুন