Sanjiv Goenka to LSG Cricketers

গত বার বিদায়ের পর রাহুলকে ধমকেছিলেন! এ বার পন্থকে কী বললেন লখনউয়ের মালিক গোয়েন্‌কা

গত বার আইপিএলের প্লে-অফে উঠতে না পেরে লোকেশ রাহুলকে প্রকাশ্যে ধমক দিয়েছিলেন সঞ্জীব গোয়েন্‌কা। এ বারও প্লে-অফ উঠতে ব্যর্থ লখনউ। দলের বিদায়ের পর ঋষভ পন্থকে কী বললেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৬:৩৭
cricket

ঋষভ পন্থের (বাঁ দিকে) সঙ্গে কথা বলছেন সঞ্জীব গোয়েন্‌কা। —ফাইল চিত্র।

গত বারের স্মৃতি এখনও ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। লখনউ সুপার জায়ান্টস প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পর মাঠে দাঁড়িয়েই দলের অধিনায়ক লোকেশ রাহুলকে ধমক দিয়েছিলেন মালিক সঞ্জীব গোয়ে‌ন্‌কা। এ বার ঋষভ পন্থকে অধিনায়ক করলেও ভাগ্য বদলায়নি। এ বারও প্লে-অফ থেকে বিদায় নিয়েছে লখনউ। দলের বিদায়ের পর মুখ খুলেছেন গোয়েন্‌কা।

Advertisement

এ বার অবশ্য আগের বারের ধমক উধাও। সমাজমাধ্যমে হায়দরাবাদ ম্যাচের পরের একটি ছবি দিয়েছেন গোয়‌েন্‌কা। সেখানে দেখা যাচ্ছে, মাঠে লখনউয়ের কয়েক জন ক্রিকেটার বসে রয়েছেন। সেখানে পন্থও রয়েছেন। তবে তাঁর মুখে হাসি। পন্থের কাঁধে দু’হাত দিয়ে দাঁড়িয়ে গোয়েন্‌কা। তাঁর মুখেও একগাল হাসি। পাশে তাঁর স্ত্রীও রয়েছেন। দেখে বোঝা যাচ্ছে, বিদায়ের পরেও সকলে মিলে গল্পে মেতেছেন।

এই ছবির সঙ্গে দলকে একটি বার্তাও দিয়েছেন গোয়েন্‌কা। আলাদা করে পন্থকে কিছু বলেননি তিনি। গোয়েন্‌কা লিখেছেন, “মরসুমের দ্বিতীয়ার্ধে অনেক চ্যালেঞ্জ ছিল। তবে তার পাশাপাশি যে আবেগ, লড়াই ও দুর্দান্ত কিছু মুহূর্ত আমরা দেখেছি সেটাই মনে গেঁথে আছে। সেগুলো নিয়েই এগিয়ে যেতে চাই। এখনও দুটো খেলা বাকি। চলো, গর্বের সঙ্গে খেলে মাথা উঁচু করে শেষ করি।”

গোয়েন্‌কার কথা থেকে স্পষ্ট, এ বার ব্যর্থ হলেও কারও উপর ক্ষোভ বা রাগ তাঁর নেই। অন্তত তিনি প্রকাশ্যে কিছু বলেননি। উল্টে দলকে উদ্বুদ্ধ করেছেন। এ বার মরসুমের শুরু থেকেই গোয়েন্‌কা এটাই করছেন। দল হারলেও সাজঘরে গিয়ে সকলকে উদ্বুদ্ধ করছেন। যাঁরা ভাল খেলছেন তাঁদের প্রশংসা করছেন। ব্যাটার ও অধিনায়ক হিসাবে ব্যর্থ পন্থের উপর ভরসা রাখছেন।

এ বারের আইপিএলের আগে নিলামে দলে অনেক পরিবর্তন করেছে লখনউ। রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে কিনেছেন গোয়েন্‌কা। মিচেল মার্শ, এডেন মার্করাম, ডেভিড মিলারের মতো বিদেশিদের নেওয়া হয়েছে। শুরুটা ভাল করেছিল লখনউ। কিন্তু মরসুম যত এগিয়েছে খেই হারিয়েছে তারা। টানা চার ম্যাচ হেরে বিদায় নিয়েছে দল। পন্থের ফর্মও তথৈবচ। তার পরেও দলের উপর ভরসা হারাচ্ছেন না গোয়েন্‌কা। তিনি জানেন, আরও দু’বছর এই দলের উপরেই ভরসা করতে হবে। ছোট নিলামে খুব বেশি বদল করা যাবে না। সেই কারণেই হয়তো হাসিমুখে দলের হার মেনে নিয়ে পন্থদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন