Ishant Sharma Penalised

আইপিএলে শাস্তির বিরাম নেই, এ বার সাজা ইশান্তের, কী দোষ করেছিলেন গুজরাতের পেসার

আইপিএলে এ বার শাস্তি পেয়েছেন ইশান্ত শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ তলাকালীন নিয়ম ভাঙায় শাস্তি পেয়েছেন গুজরাত টাইটান্সের পেসার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৬:২৪
cricket

ইশান্ত শর্মা। ছবি: পিটিআই।

আইপিএলে ক্রিকেটারদের শাস্তির বিরাম নেই। হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, দিগ্বেশ রাঠির পর এ বার শাস্তি পেয়েছেন ইশান্ত শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ তলাকালীন নিয়ম ভাঙায় শাস্তি পেয়েছেন গুজরাত টাইটান্সের পেসার।

Advertisement

হায়দরাবাদকে গুজরাত হারালেও ভাল বল করতে পারেননি ইশান্ত। বাকি বোলারেরা যেখানে ১৬ ওভারে ৯৯ রান দিয়েছেন, সেখানে ইশান্ত একাই চার ওভারে দিয়েছেন ৫৩ রান। একটিও উইকেট পাননি। নিজের বোলিংয়ে বিরক্ত হয়ে একটু ভুল করে বসেন তিনি। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় জলের বোতলে লাথি মারেন ইশান্ত। বোতল গিয়ে লাগে বিলবোর্ডে।

ইশান্তকে ২.২ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। লেবেল ১ অপরাধ করেছেন তিনি। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন ইশান্ত। ফলে তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ইশান্তকে।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বারের আইপিএলে বিভিন্ন কারণে শাস্তি পাচ্ছেন ক্রিকেটারেরা। অধিনায়ক হার্দিক ও পন্থ শাস্তি পেয়েছেন মন্থর বোলিংয়ের জন্য। লখনউ সুপার জায়ান্টসের স্পিনার দিগ্বেশ আবার উইকেট নেওয়ার পর তাঁর উল্লাস করার ধরনের জন্য শাস্তি পেয়েছেন। পর পর দু’ম্যাচে জরিমানা করা হয়েছে তাঁকে। এ বার মেজাজ হারানোয় শাস্তি পেলেন ইশান্ত।

Advertisement
আরও পড়ুন