Jemimah Rodrigues

ভালবাসার অত্যাচার! বিশ্বকাপ ফাইনালের আগে ফোন থেকে হোয়াট্‌সঅ্যাপ সরিয়ে দিয়েছিলেন জেমাইমা

জেমাইমা রদ্রিগেজ়ের অপরাজিত ১২৭ রানের সৌজন্যে মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। সেই ম্যাচের পর ফোন থেকে হোয়াট্‌সঅ্যাপ সরিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ২২:০১
cricket

সেমিফাইনালে ম্যাচ জেতানো ইনিংসের পর জেমাইমা। ছবি: পিটিআই।

গোটা প্রতিযোগিতায় সে ভাবে ছাপ ফেলতে পারেননি। বাদও পড়তে হয়েছিল একটি ম্যাচ থেকে। সেই জেমাইমা রদ্রিগেজ়ের অপরাজিত ১২৭ রানের সৌজন্যে মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। সেই ম্যাচের পর ফোন থেকে হোয়াট্‌সঅ্যাপ সরিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার।

Advertisement

‘ক্রিকবাজ়’-এ দেওয়া সাক্ষাৎকারে জেমাইমা বলেছেন, “সেমিফাইনালের ওই ইনিংসের পর আমার ফোন বেজেই যাচ্ছিল। সব জায়গা থেকে ফোন পাচ্ছিলাম। জানি না কী ভাবে অচেনা লোকেদের কাছে আমার নম্বর ছড়িয়ে পড়েছিল। একটুও বাড়িয়ে বলছি না, হোয়াট্‌সঅ্যাপে ১০০০-এর বেশি বার্তা পেয়েছিলাম। আর নিতে পারছিলাম না। এমনিতেই ম্যাচে অনেক কিছু হয়েছিল। অনেক আবেগ জমে ছিল। তা ছাড়া ফাইনালের প্রস্তুতিও নিতে হচ্ছিল। আমি ওই ইনিংস খেলেছি, দল জিতেছে ঠিক আছে। কিন্তু বিশ্বকাপ ফাইনাল তো বাকি ছিল।”

নিজেকে নিয়ন্ত্রণে রাখতে এবং ম্যাচে মনোযোগ রাখতেই হোয়াট্‌সঅ্যাপ সরিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন জেমাইমা। তাঁর কথায়, “একটা সময় এতটাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল যে হোয়াট্‌সঅ্যাপ সরিয়ে দিই। খুব কাছের চার-পাঁচ জনকে সাধারণ বার্তা পাঠিয়ে জানিয়ে দিই যে, ফোন করতে অথবা মেসেজে কথা বলতে। কারণ হোয়াট্‌সঅ্যাপে বার্তা না পড়লে আরও বেশি বাজছিল। জানি লোকে আমাকে শুভেচ্ছা জানাচ্ছিল। কিন্তু আমাকেও তো ফাইনালের জন্য প্রস্তুত হতে হত। তাই ফাইনালের পর হোয়াট্‌সঅ্যাপ ফিরিয়ে আনি। আগেই সমাজমাধ্যম থেকে দূরে সরে গিয়েছিলাম।”

ফাইনালে ট্রফি জেতার পর আবার মোবাইলে হোয়াট্‌সঅ্যাপ ফিরিয়ে আনেন জেমাইমা। তখন সকলকে উত্তর দেন। সমর্থকদের ভালবাসা পেয়ে আপ্লুত তিনি। বলেছেন, “এখন দুম করেই সমাজমাধ্যম খুললেই নিজের ভিডিয়ো বা দলের জয়ের ছবি দেখতে পাই। কেউ না কেউ আমাকে নিয়ে কথা বলেই।”

Advertisement
আরও পড়ুন