IPL 2025

১০.১ ওভারে বন্ধ হয়ে গিয়েছিল পঞ্জাব-দিল্লি ম্যাচ, আইপিএলে সেই খেলা কি নতুন করে হবে?

৮ মে ধর্মশালায় পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস খেলা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। তার পরের দিন এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করে বিসিসিআই। ট্রেনে দু’দলকে দিল্লিতে নিয়ে আসা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৭:৪৬
Picture of IPL

(বাঁ দিকে) শ্রেয়স আয়ার এবং অক্ষর পটেল (ডান দিকে)। —ফাইল চিত্র।

গত ৮ মে পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলার সময় পাকিস্তানের হামলার আশঙ্কায় ব্ল্যাকআউট হয়ে যায় ধর্মশালা। ১০.১ ওভার হওয়ার পর বন্ধ করে দিতে হয় খেলা। আইপিএলের নতুন সূচি অনুযায়ী সেই ম্যাচ আবার হবে ২৪ মে জয়পুরে। খেলা কি আবার প্রথম থেকে শুরু হবে? না কি যতটা হয়েছে, তার পর থেকে হবে ম্যাচ? প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেটমহলে।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, পঞ্জাব-দিল্লি ম্যাচ আবার টস থেকে শুরু হবে। আগের দিন যে পর্যন্ত খেলা হয়েছিল, সেটা ধরা হবে না। ফলে ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান তোলার সুবিধা পাবেন না শ্রেয়স আয়ারেরা। চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবেন অক্ষর পটেলরাও। তবে পুরো শক্তির দল নামানো নিয়ে প্রশ্ন থাকছে। নতুন করে আইপিএল শুরু হলে কত জন বিদেশি ক্রিকেটার আবার খেলতে আসবেন, তা এখনও নিশ্চিত নয়।

বিসিসিআই এবং আইপিএলের দলগুলি সব বিদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সমস্যা আন্তর্জাতিক সূচি। ২৯ মে থেকে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় এক দিনের সিরিজ়। ১১ মে থেকে টেস্ট বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। তার আগে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা প্যাট কামিন্সদেরও।

গত ৮ মে ধর্মশালায় খেলা বন্ধ হওয়ার পরের দিনই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। উত্তর-পশ্চিম ভারতে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনে দু’দলের ক্রিকেটারদের দিল্লি নিয়ে আসার ব্যবস্থা করে বিসিসিআই। উল্লেখ্য, আগামী ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল।

Advertisement
আরও পড়ুন