IPL 2025

কেকেআরের ৪, বাংলার ২! আনন্দবাজার ডট কমের বেছে নেওয়া আইপিএলের ব্যর্থ একাদশে আর কারা?

নিলামে কোটি কোটি টাকা খরচ করে ক্রিকেটারদের নেয় আইপিএলের দলগুলি। কিন্তু অনেকেই ব্যর্থ হন। এ বারের আইপিএলের ব্যর্থ ক্রিকেটারদের একাদশ বেছে নিল আনন্দবাজার ডট কম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ০০:০৫
picture of Rishabh Pant

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

আইপিএলে নজর কাড়া পারফরম্যান্স হয়েছে বেশ কিছু। আবার অনেক ক্রিকেটারই প্রত্যাশা পূরণ করতে পারেননি। অথচ অনেক আশা নিয়ে মোটা টাকা খরচ করে নিলামে তাঁদের কিনেছিল দলগুলি। সেই সব ক্রিকেটারদের নিয়েই আনন্দবাজার ডট কম বেছে নিয়েছে আইপিএলের ব্যর্থ একাদশ।

Advertisement

১) মইন আলি

নিলামে ২ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ব্যাট বা বল হাতে নজর কাড়তে পারেননি তিনি। এ বারের আইপিএলে ৬টি ম্যাচ খেলে করেছেন ৫ রান। বল হাতেও তেমন কিছু রতে পারেননি। ৬টি উইকেটে নিয়েছেন। সেরা বোলিং ২৩ রানে ২ উইকেট। ওভার প্রতি খরচ করেছেন ৮.৫০ রান। ব্যর্থ একাদশের অন্যতম ওপেনার মইন।

২) বেঙ্কটেশ আয়ার

নিলামে ২৩ কোটি ৭৫ লাখ টাকা খরচ করে বেঙ্কটেশকে দলে নিয়েছিল কেকেআর। তাঁকে করা হয়েছিল সহ-অধিনায়ক। কিন্তু চূড়ান্ত হতাশ করেছেন এ বারের আইপিএলে। শেষ কয়েকটি ম্যাচে তাঁকে প্রথম একাদশ থেকে বাদ দিতে বাধ্য হয় কেকেআর। এ বারের আইপিএলে ১১টি ম্যাচে বেঙ্কটেশের রান ১৮২। একটি অর্ধশতরান করেছেন। গড় ২০.২৯। ব্যর্থ একাদশের আর এক ওপেনার তিনি।

৩) ঋষভ পন্থ

২৭ কোটি টাকার পন্থ আইপিএল শুধুই হতাশা উপহার দিয়েছেন। শেষ ম্যাচে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেললেও তত দিনে তাঁর লখনউ সুপার জায়ান্টস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। ১৪টি ম্যাচ খেলে করেছেন ২৬৯ রান। শেষ ম্যাচের আগে তাঁর মোট রান ছিল ১৫১। একটি করে শতরান এবং অর্ধশতরান করেছেন। গড় ২৪.৪৫। স্ট্রাইক রেট ১৩৩.১৬। তাঁর প্রতিটি রানের জন্য লখনউয়ের খরচ হয়েছে ১০ লাখ টাকার বেশি। উইকেটরক্ষক এবং অধিনায়ক হিসাবেও পন্থ এ বার ব্যর্থ। তাই তিনিও থাকছেন ব্যর্থ একাদশে।

৪) গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার অলরাউন্ডারও প্রত্যাশা পূরণে ব্যর্থ। ৪ কোটি ২০ লাখ টাকা খরচ করে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছিল পঞ্জাব কিংস। ৭টি ম্যাচ খেলে করেছেন ৪৮ রান। গড় ৮। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। সেরা বোলিং ৫ রানে ১ উইকেট। ওভার প্রতি দিয়েছেন ৮.৪৬ রান। তিনি থাকছেন ব্যাটিং অর্ডারের চার নম্বরে।

৫) রমনদীপ সিংহ

৪ কোটি টাকা দিয়ে রমনদীপকে দলে নিয়েছিল কেকেআর। এ বারের আইপিএলে তিনি চূড়ান্ত ব্যর্থ। ১১টি ম্যাচ খেলে করেছেন ৪৭ রান। সর্বোচ্চ ২২। গড় ৯.৪০। ব্যর্থ একাদশের ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে থাকবেন কেকেআরের ব্যাটার।

৬) মহেন্দ্র সিংহ ধোনি

ঘরোয়া ক্রিকেটার হিসাবে ৪ কোটি টাকায় ধোনিকে ধরে রেখেছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। রুতুরাজ রায়কোয়াড় চোট পাওয়ার পর দলকে নেতৃত্বও দিয়েছেন। কিন্তু ধোনি এখন অতীতের ছায়া। একটি ম্যাচেও ফিনিশার হিসাবে পারফর্ম করতে পারেননি। ১৪টি ম্যাচ খেলে করেছেন ১৯৬ রান। সর্বোচ্চ অপরাজিত ৩০। গড় ২৪.৫০। অধিনায়ক হিসাবেও ধোনিকে এ বার অত্যন্ত সাধারণ মনে হয়েছে। নিজের সুনামের প্রতি অবিচারই করছেন মাহি। ব্যর্থ একাদশের ব্যাটিং অর্ডারের ৬ নম্বরে থাকবেন ধোনি। অধিনায়কও তিনি।

৭) শার্দূল ঠাকুর

প্রতিযোগিতা শুরুর ঠিক আগে লখনই সুপার জায়ান্টস কর্তৃপক্ষ দলে নেয় শার্দূলকে। অভিজ্ঞ অলরাউন্ডার কিন্তু ভরসা দিতে পারেননি দলকে। ব্যাট বা বল হাতে অত্যন্ত সাধারণ দেখিয়েছে তাঁকে। ১০টি ম্যাচ খেলে ১৮ রান করেছেন। সর্বোচ্চ ৬। গড় ৬.০০। একটি ম্যাচ ছাড়া বল হাতেও নজর কাড়তে পারেননি। ১৩টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৩৪ রানে ৪ উইকেট। ওভার প্রতি খরচ করেছেন ১১.০২ রান। ব্যর্থ একাদশের ব্যাটিং অর্ডারের সাত নম্বরে থাকবেন শার্দূল।

৮) আকাশ দীপ

ব্যর্থ একাদশে থাকছেন বাংলার জোরে বোলার আকাশও। আইপিএলে অত্যন্ত সাধারণ মানের ছিল ভারতীয় দলের ক্রিকেটারের। ৮ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ। ৬টি ম্যাচ খেলে ৩টি উইকেট পেয়েছেন। সেরা বোলিং ৫৫ রানে ২ উইকেট। ওভার প্রতি খরচ করেছেন ১২.০৫ রান। ব্যাটিং অর্ডারের আট নম্বরে থাকবেন আকাশ।

৯) সূযশ শর্মা

গত বছর আইপিএলে কেকেআরের হয়ে নজর কেড়েছিলেন। এ বার নিলামে তাঁকে ২ কোটি ৬০ লাখ টাকা দিয়ে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু হতাশ করেছেন লেগ স্পিনার। ১৪টি ম্যাচ খেলে পেয়েছেন ৮টি উইকেট। সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট। একটি ম্যাচ ছাড়া তেমন কিছু করতে পারেননি। ওভার প্রতি খরচ করেছেন প্রায় ৮.৮৪ রান।

১০) মহম্মদ শামি

বাংলার অভিজ্ঞ জোরে বোলারকেও এ বার রাখতে হবে ব্যর্থ একাদশে। ১০ কোটি টাকা দিয়ে শামিকে কিনেছিলেন সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ। প্রায় প্রতি ম্যাচেই হতাশ করেছেন তিনি। ফিটনেসের সমস্যাও ভুগিয়েছে শামিকে। ৯টি ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ২৮ রানে ২ উইকেট নিয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন ১১.২৩ রান।

১১) স্পেনসার জনসন

কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলীয় বোলারও থাকবেন ব্যর্থ একাদশে। মিচেল স্টার্কে পরিবর্ত হিসাবে তাঁকে ২ কোটি ৮০ লাখ টাকায় কিনেছিল কেকেআর। চূড়ান্ত হতাশ করেছেন তিনি। ৪টি ম্যাচ খেলে মাত্র ১টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৪২ রানে ১ উইকেট। ওভার প্রতি খরচ করেছেন ১১.৭৩ রান। ব্যর্থ একাদশের হয়ে ১১ নম্বরে ব্যাট করতে নামবেন তিনি।

Advertisement
আরও পড়ুন