ICC World Test Championship

অ্যাশেজ়ের দ্বিতীয় টেস্টেও হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও নামল ইংল্যান্ড, সুবিধা হল কি ভারতের?

অ্যাশেজ়ের দ্বিতীয় টেস্টে ব্রিসবেনে আট উইকেটে হেরে গিয়েছে ইংল্যান্ড। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও নীচে নেমে গেল তারা। এই ফলাফলে কি সুবিধা হয়েছে ভারতের?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৬:১৭
cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

অ্যাশেজ়ের দ্বিতীয় টেস্টে ব্রিসবেনে আট উইকেটে হেরে গিয়েছে ইংল্যান্ড। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও নীচে নেমে গেল তারা। বেন স্টোকসেরা সাতে নেমে গিয়েছেন। ছয়ে উঠে এসেছে নিউ জ়িল্যান্ড। এই ফলাফলে কি সুবিধা হয়েছে ভারতের?

Advertisement

শুভমন গিলেরা যেখানে ছিলেন সেখানেই আছেন। অর্থাৎ ভারত রয়েছে পঞ্চম স্থানেই। ৯টি টেস্টের মধ্যে ৪টিতে জিতেছে তারা। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ়ে হারের কারণে পতন হয়েছে ভারতের। ইংল্যান্ডের হারে ভারতের কিছুই সুবিধা হল না। কারণ ইংল্যান্ড আগেই ভারতের নীচে ছিল। বরং অস্ট্রেলিয়া হারলে সুবিধা হত ভারতের। এমনকি, আগামী দিনে ভারতের উপরে যারা রয়েছে, সেই দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান হারলে তবেই সুবিধা হবে ভারতের।

বিশ্ব টেস্টের পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়া। তারা পাঁচটি ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে। এই মুহূর্তে ৬০ পয়েন্ট এবং পয়েন্ট শতাংশের বিচারে ১০০ পেয়েছে তারা। দক্ষিণ আফ্রিকা চারটি টেস্টের তিনটিতে জিতেছে। পয়েন্ট শতাংশ ৭৫। শ্রীলঙ্কা দু’টি টেস্টের একটিতে জিতেছে। পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। পাকিস্তানও দু’টি টেস্টের একটিতে জিতেছে। তাদের পয়েন্ট শতাংশ ৫০।

পঞ্চম স্থানে থাকা ভারতের নীচে রয়েছে নিউ জ়িল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement
আরও পড়ুন