India vs England 2025

অশান্তির আঁচ ভারতীয় দলে, যশস্বীকে ডেকে ধমক গম্ভীরের, উত্তপ্ত বাক্য বিনিময় দু’জনের

টেস্ট সিরিজ় শুরুর আগে অশান্তির ছবি ভারতীয় শিবিরে। যশস্বী জয়সওয়ালের ব্যাট করার ধরন পছন্দ হচ্ছে না কোচ গৌতম গম্ভীরের। তা নিয়ে অনুশীলনে বাদানুবাদে জড়ান দু’জনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৬:৪৩
Picture of Yashasvi Jaiswal and Gautam Gambhir

(বাঁ দিকে) যশস্বী জয়সওয়াল এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে অশান্তির আঁচ ভারতীয় শিবিরে। অনুশীলনে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কোচ গৌতম গম্ভীরের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। পরে অবশ্য স্বাভাবিক ভাবেই ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে তরুণ ওপেনারকে।

Advertisement

যশস্বীর ব্যাট করার ধরন পছন্দ হয়নি গম্ভীরের। বৃহস্পতিবার অনুশীলনের জন্য নেটে টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে ব্যাট করছিলেন যশস্বী। প্রতিটি বলই মারার চেষ্টা করছিলেন। চালিয়ে খেলতে গিয়ে আউট হন। তা দেখে অসন্তুষ্ট হন গম্ভীর। যশস্বীকে ডেকে পাঠান ভারতীয় দলের কোচ। তরুণ ব্যাটার কাছে যেতেই অসন্তুষ্ট গম্ভীরকে উত্তেজিত ভাবে কিছু বলতে দেখা গিয়েছে। তার পর দু’জনের মধ্যে খানিকটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে ঘটনাটি বেশি দূর গড়ায়নি। নেটে ফিরে গিয়ে আবার ব্যাট করতে শুরু করেন যশস্বী। দ্বিতীয় দফায় তাঁকে আর আগ্রাসী শট খেলতে দেখা যায়নি।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে দু’টি বেসরকারি টেস্ট খেলেছেন যশস্বী। চারটি ইনিংসের তিনটিতেই বলার মতো রান করতে পারেননি। চারটি ইনিংসে তাঁর রান যথাক্রমে ২৪, ৬৪, ১৭ এবং ৫। তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছে, আইপিএলের প্রভাব এখনও রয়ে গিয়েছে। সে কারণেই সম্ভবত শেষ প্রস্তুতি ম্যাচের আগে তরুণ ব্যাটারকে সচেতন করার চেষ্টা করেন ভারতীয় দলের কোচ।

Advertisement
আরও পড়ুন