Yashasvi Jaiswal

অভিষেক হওয়ার ১৫ দিন আগেই যশস্বীকে খবর দিয়ে দিয়েছিলেন রোহিত! কেন, জানালেন জয়সওয়াল নিজেই

দু’বছর আগে ওয়েস্ট ইন্ডিজ়ে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। ১৫ দিন আগেই যশস্বী জয়সওয়াল জানতে পেরেছিলেন অভিষেক হতে চলেছে। নেপথ্যে ছিলেন রোহিত শর্মা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪২
cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং যশস্বী জয়সওয়াল। — ফাইল চিত্র।

দু’বছর আগে ওয়েস্ট ইন্ডিজ়ে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। ম্যাচের ১৫ দিন আগেই যশস্বী জয়সওয়াল জানতে পেরেছিলেন অভিষেক হতে চলেছে। এর নেপথ্যে ছিলেন রোহিত শর্মা। সময় নিয়ে নিজেকে যাতে প্রস্তুত করতে পারেন যশস্বী, তার জন্যই রোহিত আগে থেকে অভিষেকের কথা বলে দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন যশস্বী।

Advertisement

ভারতের টেস্ট ওপেনার বলেছেন, “রোহিত ভাই খুব ভাল করে আমার সঙ্গে কথা বলেছিল। আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। বার বার বলত, ‘তুমি স্বাধীন। মাঠে গিয়ে খোলা মনে খেলো। আত্মবিশ্বাসী হয়ে শট মারো। তবে ক্রিজ়ে জমে গেলে বড় ইনিংস খেলতে ভুলো না’। এ রকম অনেক কথাবার্তা হয়েছিল রোহিত ভাইয়ের সঙ্গে।”

ওয়েস্ট ইন্ডিজ়ের উদ্দেশে রওনা দেওয়ার আগেই যশস্বীকে তৈরি করে ফেলতে চেয়েছিলেন রোহিত। যশস্বী বলেছেন, “১৫ দিন আগেই রোহিত ভাই অভিষেকের কথা বলে দিয়েছিল। বলেছিল, ‘ম্যাচের এক দিন আগে তোমাকে কথাটা জানাতে চাই না। ১৫ দিন আগেই বলে দিচ্ছি, তুমি খেলবে। নিজেকে তৈরি করো। আমরা একসঙ্গে তৈরি হব এবং ঠিক করে নিজেদের দায়িত্ব পালন করব’। এটাই ছিল রোহিত ভাইয়ের ভাবনা।”

যশস্বীর সংযোজন, “আমার অভিষেক হবে, সেটা জানতে পারার মুহূর্তে খুব বিশেষ একটা অনুভূতি হয়েছিল। আগে কোনও দিন ভারতের হয়ে খেলিনি। সেটাই ছিল প্রথম বার।” সেই ম্যাচ স্মরণীয় করে রেখেছিলেন যশস্বী। ওপেন করতে নেমে ১৭১ রান করেন। ম্যাচের সেরাও হন।

রোহিত টেস্ট থেকে অবসর নিলেও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যশস্বী। ভারতীয় ওপেনারের কথায়, “রোহিত ভাইয়ের ব্যাপারে আর কী বলার থাকতে পারে। সত্যি বলতে, কোনও ভাষা নেই। কী অসাধারণ মানুষ। একদম বড় ভাইয়ের মতো, যে শেখায় এবং অনুপ্রাণিত করে।”

শুধু রোহিত নয়, যশস্বীর কথায় উঠে এসেছে বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যও। যশস্বী বলেছেন, “রোহিত ভাই, বিরাট পাজি, হার্দিক ভাইয়ের সঙ্গে খেলার স্বপ্ন কত ক্রিকেটার দেখে। আমি সেটাই করেছি। ওরা বোঝায়, ভারতীয় ক্রিকেটটা আসলে কী। আমাদের সব সময় ভারতের ক্রিকেটের প্রতি যত্নবান হওয়া উচিত, এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং নিজের সেরাটা দেওয়া উচিত।”

Advertisement
আরও পড়ুন