India vs England 2025

দল নির্বাচনে গলদ! কী বললেন যশস্বী? অধিনায়কের পাশে দাঁড়ালেন কি?

এজবাস্টন টেস্টে কেন জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবকে বাইরে রাখা হয়েছে তা নিয়ে অধিনায়ক শুভমন গিলের সমালোচনা করেছিলেন প্রাক্তনেরা। দিনের শেষে সেই সমালোচনা উড়িয়ে দিলেন যশস্বী জয়সওয়াল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১১:৩৮
cricket

শুভমন গিল (বাঁ দিকে) এবং যশস্বী জয়সওয়াল। ছবি: সমাজমাধ্যম।

এজবাস্টন টেস্ট শুরুর আগে ভারতের প্রথম একাদশ নিয়ে উঠেছিল প্রশ্ন। কেন জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবকে বাইরে রাখা হয়েছে তা নিয়ে অধিনায়ক শুভমন গিলের সমালোচনা করেছিলেন প্রাক্তনেরা। দিনের শেষে তা নিয়ে মুখ খুললেন যশস্বী জয়সওয়াল। জানালেন, দলের ভালর কথা ভেবেই সিদ্ধান্ত নেন অধিনায়ক।

Advertisement

বুমরাহকে না-খেলানোর সিদ্ধান্ত ঠিক না ভুল, তা নিয়ে সরাসরি কোনও মতামত দেননি যশস্বী। এই সিদ্ধান্তের বিরোধিতাও যেমন করেননি, তেমনই এর সমর্থনেও কথা বলতে শোনা যায়নি যশস্বীকে।

দিনের খেলা শেষের পর যশস্বী বলেন, “অসাধারণ ব্যাট করছে শুভমন। অবিশ্বাস্য লাগে এ ভাবে ওকে ব্যাট করতে দেখলে। অধিনায়ক হিসাবেও দুর্দান্ত। আমার ধারণা, এই দলটাকে নিয়ে কী করতে চায় সেটা শুভমন ভালই জানে। আমরা কী করতে পারি সেটা নিয়েও ওর স্পষ্ট ধারণা রয়েছে। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। এটা নিয়ে কোনও সন্দেহ নেই।”

বুধবার ৮৭ রান করে বেন স্টোকসের বলে আউট হন যশস্বী। শতরান হাতছাড়া হওয়ায় হতাশ। তবে ভবিষ্যতে ভুল থেকে শিখতে চান। বলেছেন, “শতরান ফস্কানোর আক্ষেপ তো থাকবেই। তবে ঠিক আছে। এটা খেলারই অংশ। ভুল থেকে শিক্ষা নিতে হবে। খেলাটাকে যত বেশি সম্ভব উপভোগ করতে চাই। কারণ ক্রিকেট একটা সুন্দর খেলা।”

যশস্বীর ধারণা, অধৈর্য হয়ে যাওয়ার কারণেই আউট হয়েছেন তিনি। বলেছেন, “বেশ কিছু ক্ষণ ধরে স্ট্রাইক পাচ্ছিলাম না। আউট হওয়ার আগের ছ’ওভারে বোধহয় ১০টার মতো বল খেলার সুযোগ পেয়েছিলাম। তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছি। আরও ধৈর্য দেখানো উচিত ছিল।”

Advertisement
আরও পড়ুন