Yuvraj Singh

ক্যানসার জয়ের লড়াইয়ের কথা শোনালেন যুবি

যুবরাজ ভেবেছিলেন ভারতের টেস্ট দলে নিজের জায়গা পোক্ত করবেন। অস্ট্রেলিয়া সফরেও টেস্ট খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসার জন্য আমেরিকা যেতে হয় তাঁকে।

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ০৮:২২

জীবনের সব চেয়ে কঠিন অধ্যায়ের কথা ফের শোনালেন যুবরাজ সিংহ। ২০১১ বিশ্বকাপ জয়ের পরেই ক্যানসার ধরা পড়ে তাঁর। প্রতিযোগিতার মাঝেই রক্তবমি হত তাঁর। অনেক সমস্যার মধ্যেই বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ক্যানসার ধরা পড়ার পরে চিকিৎসকেরা জানিয়েছিলেন, আর তিন থেকে ছয় মাস বাঁচবেন যুবরাজ। সেই পরিস্থিতি থেকে কী ভাবে ফিরে এসেছেন যুবরাজ, সেই কাহিনি শোনালেন কেভিন পিটারসেনের একটি অনুষ্ঠানে।

যুবরাজ বলেছেন, ‘‘যখন আমাকে বলে দেওয়া হয়েছিল যে তিন থেকে ছ’মাস বাঁচতে পারি, প্রথম চিন্তাই মাথায় এসেছিল যে, আমি তো মরেও যেতে পারি।’’ যোগ করেন, ‘‘আমার হৃদপিণ্ড ও ফুসফুসের মাঝে টিউমর ধরা পড়েছিল। চিকিৎসকেরা বলেছিলেন, কেমোথেরাপি না নিলে হৃদরোগে আক্রান্ত হতে পারি।’’

যুবরাজ ভেবেছিলেন ভারতের টেস্ট দলে নিজের জায়গা পোক্ত করবেন। অস্ট্রেলিয়া সফরেও টেস্ট খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসার জন্য আমেরিকা যেতে হয় তাঁকে। যুবরাজ বলেছেন, ‘‘প্রায় ৪০টি টেস্টে দ্বাদশ ব্যক্তি ছিলাম। ধীরে ধীরে টেস্ট দলে নিজের জায়গা করছিলাম। অস্ট্রেলিয়া সফরেও খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসার জন্য আমেরিকা যেতে হয়।’’

এই পরিস্থিতি যুবরাজ শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর সময় শেষ হয়ে আসছিল। কিন্তু আমেরিকায় যাওয়ার পরে চিকিৎসক ডা. লরেন্স আইনহর্ন বলেছিলেন, ‘‘তুমি এখান থেকে এমন এক জন মানুষ হয়ে বেরোবে যার কোনও দিনও ক্যানসার ছিলই না।’’

চিকিৎসকের সেই কথাটি আত্মবিশ্বাস দেয় যুবরাজকে। প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘‘আমার চিকিৎসক যদি আত্মবিশ্বাস না বাড়াতেন, মানসিক ভাবেই হয়তো শেষ হয়ে যেতাম। যে দিন আমাকে বলা হল, আবারও ক্রিকেট খেলতে পারব, মনে হয়েছিল দ্বিতীয় জন্ম পেয়েছি।’’ ২০১২ সালে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেআসেন যুবরাজ।

আরও পড়ুন