Rory McIlroy

প্রথম বার ভারতে আসবেন গল্‌ফার ম্যাকিলরয়, কোন প্রতিযোগিতায় খেলবেন বিশ্বের প্রাক্তন এক নম্বর?

বিশ্বের নানা দেশে প্রতিযোগিতা খেললেও কখনও ভারতে আসেননি রোরি ম্যাকিলরয়। আগামী অক্টোবরে প্রথম বার অংশগ্রহণ করবেন ভারতে একটি প্রতিযোগিতায়। খেলবেন ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ২৩:০৭
Picture of Rory McIlroy

রোরি ম্যাকিলরয়। ছবি: এক্স (টুইটার)।

প্রথম বার ভারতে খেলতে আসবেন রোরি ম্যাকিলরয়। আগামী অক্টোবরে দিল্লিতে ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ খেলতে আসবেন বলে জানিয়েছেন উত্তর আয়ারল্যান্ডের গল্‌ফার। টাইগার উডস পরবর্তী সময়ে তাঁকেই বিশ্বের সেরা গল্‌ফ খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়। ১২২ সপ্তাহ বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে ছিলেন পাঁচ বারের মেজর খেতাবজয়ী ম্যাকিলরয়।

Advertisement

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতা খেললেও কখনও ভারতে আসেননি ম্যাকিলরয়। চলতি বছরেই প্রথম এ দেশে খেলতে আসবেন পাঁচ বারের মেজর চ্যাম্পিয়ন। আগামী ১৬ থেকে ১৯ অক্টোবর দিল্লি গল্‌ফ ক্লাবে হবে ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় খেলার কথা জানিয়েছেন ম্যাকিলরয়। তিনি বলেছেন, ‘‘ভীষণ উত্তেজিত লাগছে। প্রথম বার ভারতে খেলার অভিজ্ঞতা হবে শুধু তা নয়। ভারত ঘুরেও দেখতে চাই। দীর্ঘ দিন ধরে ইচ্ছা ছিল ভারতে যাওয়ার। প্রথম ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে খেলব। বিশ্বের নানা জায়গায় গল্‌ফ উপভোগ করেছি। আগেও বলেছি, গল্‌ফের বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে। এটা একটা দারুণ সুযোগ। ভারতীয় গল্‌ফপ্রেমীদের সামনে খেলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’

অগস্টা ওপেন জয়ের পর এপ্রিলের শেষ দিকে জ়ুরিখে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ম্যাকিলরয়। সেই প্রতিযোগিতায় শেন লরির সঙ্গে যৌথ ভাবে দ্বাদশ স্থানে শেষ করেন। তাতে অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন ম্যাকিলরয়। তার পর প্রস্তুতি নিয়ে নতুন ভাবে ফিরে আসার জন্য কিছু দিন প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার কথা জানিয়েছিলেন বিশ্বজয়ী গল্‌ফার।

Advertisement
আরও পড়ুন