Super cup

আইএসএলের আগেই সুপার কাপ, প্রতিযোগিতার সময় ঘোষণা ফেডারেশনের

ক্লাবগুলির সঙ্গে বৈঠকে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, আইএসএল নিয়ে সিদ্ধান্ত হতে কিছুটা সময় লাগবে। তাই আগে সুপার কাপ আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৭
picture of football

সুপার কাপ ট্রফি। —ফাইল চিত্র।

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে সুপার কাপের সূচি চূড়ান্ত করে ফেলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। রবিবার বিবৃতি দিয়ে ফেডারেশন জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ।

Advertisement

আইএসএলের আগে সুপার কাপ আয়োজনের কথা আগেই জানিয়েছিল এআইএফএফ। সেই মতোই শনিবার রাতে ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে প্রস্তাব রাখা হয়। সেই প্রস্তাব গৃহীত হয়েছে ভার্চুয়াল বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৫ অক্টোবর থেকে সুপার কাপ শুরু হবে। প্রতিযোগিতার ফাইনাল হবে ২২ নভেম্বর। অর্থাৎ প্রায় এক মাস ধরে চলবে প্রতিযোগিতা। যদিও জানানো হয়নি কোথায় হবে প্রতিযোগিতা।

ঠিক হয়েছে, অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্বের প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে। জানা গিয়েছে, সোমবার থেকেই সংশ্লিষ্ট ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ শুরু করবে এআইএফএফ।

এছাড়াও ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া তদারকির জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সভাপতি হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও। কমিটিতে থাকবেন এএফসির অডিট ও কমপ্লায়েন্স কমিটির সদস্য শ্রী কেশবরন মুরুগাসু এবং ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।

Advertisement
আরও পড়ুন