Brazil qualifies for World Cup

আনচেলোত্তির অধীনে প্রথম জয়, বিশ্বকাপে ব্রাজিল, ঘরের মাঠে কোনও মতে ড্র আর্জেন্টিনার

কার্লো আনচেলোত্তির কোচিংয়ের প্রথম বার জিতল ব্রাজিল। নিশ্চিত করল বিশ্বকাপে খেলার ছাড়পত্রও। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে তারা। তবে কলম্বিয়ার কাছে আটকে গিয়েছে লিয়োনেল মেসির আর্জেন্টিনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১০:৩৪
football

সতীর্থের সঙ্গে উল্লাস গোলদাতা ভিনিসিয়াসের (বাঁ দিকে)। ছবি: সমাজমাধ্যম।

কার্লো আনচেলোত্তির কোচিংয়ের প্রথম বার জিতল ব্রাজিল। নিশ্চিত করল বিশ্বকাপে খেলার ছাড়পত্রও। বুধবার ভোরে (স্থানীয় সময় মঙ্গলবার রাত) প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে তারা। তবে কলম্বিয়ার কাছে আটকে গিয়েছে লিয়োনেল মেসির আর্জেন্টিনা। তারা অবশ্য আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে।

Advertisement

বিশ্বের একমাত্র দেশ হিসাবে প্রতিটি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ব্রাজিল। ব্রাজিলের হয়ে একমাত্র গোল ভিনিসিয়াসের। আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করার পর আনচেলোত্তিকে নিয়ে যে হতাশা তৈরি হয়েছিল, তা কেটে গিয়েছে।

যোগ্যতা অর্জন পর্বের পয়েন্ট তালিকায় ইকুয়েডর এবং ব্রাজিল, দুই দেশেরই ২৫ পয়েন্ট রয়েছে। তবে বেশি জয় থাকায় দ্বিতীয় স্থানে ইকুয়েডর। দুই দেশই আর্জেন্টিনার থেকে ১০ পয়েন্টে পিছিয়ে। তবে সপ্তম স্থানাধিকারী ভেনেজুয়েলার থেকে সাত পয়েন্টে এগিয়ে থাকায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল ইকুয়েডর এবং ব্রাজিল। লাতিন আমেরিকা থেকে ছ’টি দেশ সরাসরি বিশ্বকাপে যাবে। সপ্তম দেশ অন্তর্মহাদেশীয় প্লে-অফে খেলবে।

মঙ্গলবার ছিল আনচেলোত্তির জন্মদিন। সে দিনই জিতল ব্রাজিল। প্যারাগুয়ের বিরুদ্ধে আগ্রাসী ছকে দল নামিয়েছিলেন আনচেলোত্তি। গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে নামানোর সিদ্ধান্ত কাজে লেগেছে। নির্বাসন কাটিয়ে ফিরেছিলেন রাফিনহাও। তাঁর পাস থেকেই গোল করেন ভিনিসিয়াস। ম্যাচের পর তিনি বলেছেন, “সমর্থকদের জন্য এই জয় দরকার ছিল। তবে এখনও উন্নতির জায়গা রয়েছে। আপাতত এই জয় উপভোগ করতে চাই। সেপ্টেম্বরের পর থেকে শুধু বিশ্বকাপ নিয়েই ভাবব।”

আর্জেন্টিনার হয়ে শুরু থেকেই খেলেছিলেন মেসি। তবে গোটা ম্যাচে তাঁকে খুব একটা সপ্রতিভ দেখায়নি। কলম্বিয়ার ফুটবলারেরা গা-জোয়ারি ফুটবল খেলে তাঁকে চাপে রেখেছিলেন। প্রথমার্ধে লুইস দিয়াজ়ের একক প্রয়াসে করা গোলে এগিয়ে যায় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন এনজ়ো ফের্নান্দেস। তার পরেই সমতা ফেরায় আর্জেন্টিনা। গোল করেন থিয়াগো আলমাদা।

Advertisement
আরও পড়ুন