Roberto Carlos

হঠাৎই হৃদ্‌যন্ত্রে সমস্যা, তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রবার্তো কার্লোসের

পায়ে রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন রবার্তো কার্লোস। সেখানে পরীক্ষার সময় তাঁর হৃদ্‌যন্ত্রে গুরুতর সমস্যা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:৫১
picture of football

রবার্তো কার্লোস। ছবি: রয়টার্স।

হৃদ্‌যন্ত্রে গুরুতর সমস্যা নিয়ে ব্রাজিলের হাসপাতালে ভর্তি রবার্তো কার্লোস। ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের অস্ত্রোপচার হয়েছে। স্ত্রী এবং সন্তানের সঙ্গে বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন কার্লোস। তার মধ্যেই এই বিপত্তি।

Advertisement

বছরের শেষে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময়ই অসুস্থ হয়ে পড়েছেন কার্লোস। স্পেনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পায়ে সামান্য রক্ত জমাট বেঁধে যাওয়ায় প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কার্লোসকে। চিকিৎসকেরা তাঁর পুরো শরীর স্ক্যান করেন। তাতে হৃদ্‌যন্ত্রে গুরুতর সমস্যা ধরা পড়ে। তাঁরা ঝুঁকি নিতে চাননি। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। প্রথমে চিকিৎসকেরা মনে করেছিলেন, অস্ত্রোপচার করতে ৪০ মিনিট সময় লাগবে। অস্ত্রোপচার শুরুর পর তাঁরা বুঝতে পারেন, যতটা মনে হয়েছিল তার চেয়ে বেশি সমস্যা রয়েছে। ৩ ঘণ্টা ধরে চলে কার্লোসের অস্ত্রোপচার।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল। প্রাক্তন ফুটবলারের অবস্থা স্থিতিশীল। ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ভক্তদের আশ্বস্ত করে হাসপাতাল থেকে একটি ছোট ভিডিয়ো বার্তা দিয়েছেন। ৫২ বছরের প্রাক্তন ফুটবলার বলেছেন, ‘‘আমি ভাল আছি।’’

ফুটবলজীবনে ১১ বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন কার্লোস। রিয়ালের হয়ে ৫২৭টি ম্যাচ খেলেছেন। চার বার লা লিগা এবং তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০১৫ সালে আইএসএলে দিল্লি ডায়নামোসের হয়ে তিনটি ম্যাচ খেলেন কার্লোস।

Advertisement
আরও পড়ুন