FIFA World Cup 2026

বিক্ষোভের মুখে ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম ১ লক্ষ ৭০ হাজার থেকে ৫ হাজার টাকা করে দিল ফিফা, তবে জানাল, সেই টিকিট সকলের জন্য নয়!

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। তবে সেই টিকিট সকলে পাবেন না। নির্দিষ্ট সংখ্যক দর্শকের জন্য তা রাখা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭
football

ফুটবল বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

কিছু দিন আগেই ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ফিফা। এ বার টিকিটের দাম নিয়েও বড় চমক দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। তবে সেই টিকিট সকলে পাবেন না। নির্দিষ্ট সংখ্যক দর্শকের জন্য তা রাখা হয়েছে।

Advertisement

আগামী বছর আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হবে ফুটবল বিশ্বকাপ। সর্বনিম্ন টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। এই দাম ঘোষণার পরেই শুরু হয়েছে বিক্ষোভ। কী ভাবে সাধারণ মানুষ অত টাকা দিয়ে টিকিট কাটবেন সেই প্রশ্ন উঠছে। বিক্ষোভের মুখে সামান্য নরম হয়েছে ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, আমেরিকায় যে সব ম্যাচ হবে সেখানে সর্বনিম্ন টিকিটের দাম কমিয়ে ভারতীয় মুদ্রায় ৫ হাজার টাকা করা হয়েছে। তবে সকলের জন্য নয়। সেই টিকিট রাখা হয়েছে ‘একনিষ্ঠ’ সমর্থকদের জন্য। অর্থাৎ, যে সমর্থকেরা বেশ কয়েকটি বিশ্বকাপে নিজের প্রিয় দলের খেলা দেখতে গিয়েছেন, বা খেলা দেখার জন্য শেষ সম্বল পর্যন্ত বিক্রি করে দিতে পারেন, তাঁদের চিহ্নিত করবে ফিফা। তার পর তাঁদের সেই টিকিট দেওয়া হবে।

প্রতি ম্যাচে দু’দলের ৪০০ থেকে ৭৫০ সমর্থককে কম দামের সেই টিকিট দেওয়া হবে। তাঁদের জন্য প্রতিটি মাঠে একটি বিশেষ আসন থাকবে। তার নাম ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’। বাকিরা কিন্তু এত কম দামে টিকিট পাবেন না। যে দাম রাখা হয়েছে, সেই দামেই টিকিট কিনতে হবে তাঁদের। এই ঘোষণারও সমালোচনা করেছেন অনেকে। তাঁদের দাবি, ফিফা কী ভাবে বুঝবে কোন সমর্থক কতটা একনিষ্ঠ।

২০২৬ সালে মোট ১৬টি স্টেডিয়ামে বিশ্বকাপ হবে। তার মধ্যে আমেরিকার ১১, মেক্সিকোর তিন ও কানাডার দু’টি স্টেডিয়াম রয়েছে। তার মধ্যে আমেরিকার ১১টি স্টেডিয়ামেই কম দামের টিকিট পাওয়া যাবে। কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামে সেই সুবিধা পাওয়া যাবে না।

Advertisement
আরও পড়ুন