Kylian Mbappe

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জয় ফ্রান্স, ইটালির, অঁরির নজির ছুঁলেন এমবাপে

আগামী ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জিতল ফ্রান্স এবং ইটালি। ইউক্রেনকে হারাল দিদিয়ের দেশঁর দল। অন্য দিকে, জেনারো গাত্তুসোর দল জিতল এস্তোনিয়ার বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯
Picture of Kylian Mbappe

কিলিয়ান এমবাপে। ছবি: এক্স।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারাল ফ্রান্স। এই ম্যাচে থিয়েরি অঁরির কীর্তি স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। তাঁরা এখন যুগ্ম ভাবে ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। অন্য দিকে, এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে হারাল ফ্রান্স।

Advertisement

যুদ্ধ পরিস্থিতির জন্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি পোল্যান্ডে খেলছে ইউক্রেন। ইউরোপীয় অঞ্চলের গ্রুপ ‘ডি’র ম্যাচে শুক্রবার তারা মুখোমুখি হয়েছিল ফ্রান্সের। তবে দিদিয়ের দেশঁর দলকে সমস্যায় ফেলতে পারেনি ইউক্রেন। ম্যাচের ১০ মিনিটে মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় ফ্রান্স। প্রথমার্ধে আর গোল করতে পারেনি ফ্রান্স। গোলের একাধিক সুযোগ নষ্ট করেন দেশঁর ফুটবলারেরা। যদিও তাঁদের দাপটই ছিল বেশি। ফ্রান্সের পক্ষে দ্বিতীয় গোলটি ম্যাচের ৮২ মিনিটে এমবাপের। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন তিনি। এই নিয়ে ফ্রান্সের হয়ে ৯১ ম্যাচে ৫১তম গোল করে ফেললেন এমবাপে। ফ্রান্সের হয়ে অঁরিরও ৫১টি গোল রয়েছে। তবে তিনি ১২৩টি ম্যাচ খেলেছেন। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোল করার নজির রয়েছে অলিভার জিরুর। তিনি ১৩৭টি ম্যাচে ৫৭টি গোল করেছেন।

সহজ জয় পেল ইটালিও। অ্যাওয়ে ম্যাচে জেনারো গাত্তুসোর দল জিতল ৫-০ ব্যবধানে। ইটালির কোচ হিসাবে এটাই ছিল গাত্তুসোর প্রথম ম্যাচ। প্রথমার্ধে গোল পায়নি ইটালি। দ্বিতীয়ার্ধে পাঁচ জন ফুটবলারকে পরিবর্তন করেন গাত্তুসো। দলকে আরও আগ্রাসী ফুটবল খেলার নির্দেশ দেন। ফলও মেলে হাতেনাতে। ৫৮ মিনিট থেকে ৮৯ মিনিটের মধ্যে পাঁচটি গোল করেন ইটালির ফুটবলারেরা।

এ ছাড়া সুইৎজারল্যান্ড ৪-০ ব্যবধানে কসোভোকে, গ্রিস ৫-১ ব্যবধানে বেলারুশকে, চেচিয়া ২-০ ব্যবধানে মন্টেনেগ্রোকে, ক্রোয়েশিয়া ১-০ ব্যবধানে ফারো আইল্যান্ডকে হারিয়েছে। ২-২ গোলে শেষ হয়েছে স্লোভেনিয়া-সুইডেন লড়াই।

Advertisement
আরও পড়ুন