Ramakrishna Mission School Football Tournament

শুক্রবার শুরু আন্তঃ রামকৃষ্ণ মিশন স্কুল ফুটবল প্রতিযোগিতা

তিন বছরে পা রাখতে চলেছে আন্তঃ রামকৃষ্ণ মিশন ফুটবল প্রতিযোগিতা। শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধন। ফাইনাল হবে রবিবার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১১:৪২
Ramkrishna Mission Football Tournament

২০২৩ সালের প্রতিযোগিতার একটি ম্যাচ। —ফাইল চিত্র।

গত দু’বছরের মতো এই বছরও আয়োজিত হচ্ছে আন্তঃ রামকৃষ্ণ মিশন ফুটবল প্রতিযোগিতা। আগামী শুক্রবার প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল রবিবার।

Advertisement

‘স্বামী প্রভানন্দ মেমোরিয়াল ইন্টার রামকৃষ্ণ মিশন স্কুল ফুটবল টুর্নামেন্ট’ নামক এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের সভাপতি স্বামী গৌতমানন্দ মহারাজ।

২০২৩ সালে প্রতিযোগিতা শুরু হয়েছিল। মোট আটটি দল অংশ নিয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। পরের বছর, অর্থাৎ ২০২৪ সালে প্রতিযোগিতা আরও বড় আকারে হয়েছিল। অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে হয়েছিল ১৫। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল রহড়া রামকৃষ্ণ মিশন।

এই বছর প্রতিযোগিতা আকারে আরও বড় হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

Advertisement
আরও পড়ুন