La Liga 2025-26

১০ জনের রিয়ালকে জেতালেন এমবাপে, সোসাইদাদকে হারিয়ে লা লিগায় শীর্ষে আলোন্সোর দল

প্রায় ১ ঘণ্টা ১০ জনে খেলেও রিয়াল সোসাইদাদের ঘরের মাঠে জিতে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। জ়াবি আলোন্সোর দলের দু’টি গোলের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কিলিয়ান এমবাপে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩
picture of Kylian Mbappe

কিলিয়ান এমবাপে। ছবি: এক্স।

১০ জনের রিয়াল মাদ্রিদকে জিতিয়ে দিলেন কিলিয়ান এমবাপে। ৫৮ মিনিট এক জন কম নিয়ে খেলেও লা লিগার অ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসাইদাদকে ২-১ ব্যবধানে হারাল রিয়াল।

Advertisement

৩২ মিনিটে ডিন হুইসেন লাল কার্ড দেখার আগেই ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল রিয়াল। ১২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোল করেন এমবাপে। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ব্যাক পাস ধরে গোল করেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এমবাপেরা। সোসাইদাদের ফুটবলারেরাও সমানে সমানে লড়াই করার চেষ্টা করেছেন। ৩২ মিনিটে হুইসেন পিছন থেকে মিকেল ওয়াজ়াবালকে ফাউল করলে রেফারি তাঁকে লাল কার্ড দেখান। ১০ জনে হয়ে যাওয়ার পরও অবশ্য আক্রমণাত্মক ফুটবল থেকে সরে আসেনি রিয়াল। কোচ জ়াবি আলোন্সো কৌশল কিছুটা বদল করেন। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের পায়েই রাখেন রিয়ালের ফুটবলারেরা। ৪৪ মিনিটে রিয়ালের পক্ষে দ্বিতীয় গোল করেন আর্দা গুলের। এই গোলের ক্ষেত্রেও অবদান রয়েছে এমবাপের। গোলের পাসটি তিনিই বাড়ান। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় অনেকটা নিশ্চিন্তে বিরতিতে যান তাঁরা।

ঘরের মাঠে পিছিয়ে থাকা সোসাইদাদ চাপ বাড়ায় দ্বিতীয়ার্ধে। তবে তাদের গোলটিও রিয়ালের ভুলে। ৫৪ মিনিটে বক্সের মধ্যে ফাউল করে বসেন দানি কারভাহাল। পেনাল্টি পায় সোসাইদাদ। গোল করতে ভুল করেননি ওয়াজ়াবাল। বাকি সময় দু’দলই গোল করার একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

শনিবারের এই জয়ের ফলে লা লিগায় ৪ ম্যাচে ১২ পয়েন্ট সকলের আগে রিয়াল। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গেটাফে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বার্সেলোনা।

Advertisement
আরও পড়ুন