English Premiere League 2025

শেষ মুহূর্তের পেনাল্টিতে জয়ী ম‌্যান ইউ

২৭ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ৫৫ মিনিটে সমতা ফেরান লাইল ফস্টার। দু’মিনিটের মধ্যে ফের ম্যান ইউকে এগিয়ে দেন ব্রায়ান এমবিউমো।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ০৯:১৬
ব্রুনো ফের্নান্দেস ।

ব্রুনো ফের্নান্দেস । ছবি: রয়টার্স।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেড মরসুমে ৩-২ গোলে প্রথম জয় পেলেও প্রশ্ন থেকেই যাচ্ছে। শনিবার বার্নলির বিরুদ্ধে একাধিক সুযোগ নষ্ট হল। এমনকি শেষ মুহূর্তে ব্রুনো ফের্নান্দেস পেনাল্টি না পেলে হয়তো হতাশ হয়েই ফিরতে হত সমর্থকদের।

২৭ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম‌্যান ইউ। ৫৫ মিনিটে সমতা ফেরান লাইল ফস্টার। দু’মিনিটের মধ‌্যে ফের ম‌্যান ইউকে এগিয়ে দেন ব্রায়ান এমবিউমো। ২-২ করেন অ‌্যান্টনি। যখন ফের এক বার ড্রয়ের আশঙ্কা বাড়ছে, তখনই মরসুমের প্রথম জয় এনে দেন ব্রুনো।

আরও পড়ুন