New York City- Inter Miami

অপ্রতিরোধ্য মেসির জোড়া গোল, প্লে-অফে মায়ামি

নিউ ইয়র্ক বনাম মায়ামি ম্যাচ ৪২ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। ৪৩ মিনিটে অসাধারণ পাসে বালতাসার রদ্রিগেসকে দিয়ে গোল করান মেসি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০২
নায়ক: গোলের পরে উচ্ছ্বাস মেসির।

নায়ক: গোলের পরে উচ্ছ্বাস মেসির। ছবি: ইমাজিন ইমেজেস।

বিধ্বংসী ছন্দে লিয়োনেল মেসি। মেজর লিগ সকারে বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্ক সিটি-র বিরুদ্ধে নিজে জোড়া গোল করলেন। করালেনও একটি গোল। ৪-০ জিতে প্লে-অফে পৌঁছে গেল মায়ামি।

নিউ ইয়র্ক বনাম মায়ামি ম্যাচ ৪২ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। ৪৩ মিনিটে অসাধারণ পাসে বালতাসার রদ্রিগেসকে দিয়ে গোল করান মেসি। সেই সঙ্গে দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মরসুমে অন্তত ৩৫ গোলে সহায়তার নজির গড়লেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। ৭৪ মিনিটে ব্যবধান বাড়ালেন গোলরক্ষক ম্যাট ফ্রিসির মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দিয়ে। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে ৩-০ করলেন থুতু কাণ্ডে তিন ম্যাচ নির্বাসন কাটিয়ে মাঠে ফেরা লুইস সুয়ারেস। ৮৬ মিনিটে ফের গোল করেন মেসি।

আরও পড়ুন