Luca Zidane

আলজেরিয়ার জাতীয় দলে জ়িদান পুত্র লুকা

বাবা জ়িদানের পরিবারের উত্তরাধিকার সূত্রে লুকা খেলবেন উত্তর আফ্রিকার দেশের হয়ে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ০৭:৪৩
কিংবদন্তি জ়িনেদিন জ়িদানের পুত্র লুকা।

কিংবদন্তি জ়িনেদিন জ়িদানের পুত্র লুকা। ছবি: সংগৃহীত।

আলজেরিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন কিংবদন্তি জ়িনেদিন জ়িদানের পুত্র লুকা। তবে তিনি বাবার মতো মাঝামঠে খেলেন না, দাঁড়ান গোলের নীচে। ফ্রান্সের হয়ে যুব পর্যায়ে খেলেছেন লুকা। দু’সপ্তাহ আগে ফিফার তরফে সরকারি ভাবে তাঁর আলেজেরিয়ায় যোগদানের বিষয়টিতে সম্মতি দেওয়া হয়েছে। বাবা জ়িদানের পরিবারের উত্তরাধিকার সূত্রে লুকা খেলবেন উত্তর আফ্রিকার দেশের হয়ে।

৯ অক্টোবর সোমালিয়া ও ১৪ অক্টোবর উগান্ডার বিরুদ্ধে খেলবে আলজেরিয়া। সেই দুই ম‌্যাচের জন‌্য ২৬ সদস‌্যের দলে রয়েছেন জ়িদান পুত্র। সেই গ্রুপে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আলজেরিয়া। কেবল একটি জয়ই আগামী বছর আমেরিকা, কানাডা, মেক্সিকোয় আয়োজিত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আলজেরিয়ার।

আরও পড়ুন